ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০ দেশ
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৬:০৭ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার
বাজছে বিশ্বকাপের দামামা। রণাঙ্গনে লড়বেন সৈনিকেরা। তবে রণাঙ্গণে লড়ার আগে কে কতটা এগিয়ে আছে, তা যাচাই করা হয় র্যাঙ্কিং দেখে। অনেকেই আবার চোখ ধাঁধানো পারফরমেন্স দেখিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের মূল মঞ্চে। আবার অনেকেই বাদ পড়েছেন র্যাঙ্কিংয়ের টপ-২০ তে থেকেও।
র্যাঙ্কিং দলের নাম রেটিং পয়েন্ট
১. জার্মানি ১৫৪৪
২. ব্রাজিল ১৩৮৪
৩. বেলজিয়াম ১৩৪৬
৪. পর্তুগাল ১৩০৬
৫. আর্জেন্টিনা ১২৫৪
৬. সুইজারল্যান্ড ১১৭৯
৭. ফ্রান্স ১১৬৬
৮. স্পেন ১১৬২
৯. চিলি ১১৪৬
১০. পোল্যান্ড ১১২৮
১১. পেরু ১১০৬
১২. ডেনমার্ক ১০৫৪
১৩. ইংল্যান্ড ১০৪০
১৪. তিউনিসিয়া ১০১২
১৫. মেক্সিকো ১০০৮
১৬. কলম্বো ৯৭৯
১৭. উরুগুয়ে ৯৭৬
১৮. ক্রোয়েশিয়া ৯৭৫
১৯. নেদারল্যান্ড ৯৬৯
২০. ইতালি ৯৪৭