বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরন এলাকায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন শ্রমিকদের
প্রকাশিত : ০২:২১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরন এলাকায় দুটি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।
শিল্প পুলিশ জানায়, বিদেশী মালিকানাধীন রেড় পয়েন্ট ও কুইন সাউদ ফ্যাশনের প্রায় ১০ হাজার শ্রমিক সকাল থেকে উৎপাদন বন্ধ রাখে। দাবি মানা না হওয়া পর্যন্ত কাজে ফিরে যাবেনা বলে জানিয়েছে তারা। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।