ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ইউলুপে ব্যাপকভাবে কমে গেছে যানজট

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৪৯ এএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার

রাজধানীর রামপুরা-বনশ্রী ও খিলগাঁওয়ে নবনির্মিত দুটি ইউলুপ খুলে দেয়ায় ব্যাপকভাবে কমে গেছে যানজট। মাত্র কয়েক মিনিটে রাস্তা পার হয়ে যাচ্ছে যানবাহন। সাধারণ যাত্রীরা বলছেন, রাজধানীর প্রতিটি সংযোগ সড়কে এমন ইউলুপ করে দেয়া হলে তীব্র যানজট থেকে মুক্তি পাবেন নগরবাসী। যানজট নিরসনে  ২৫ জুন রাজধানীর রামপুরা-বনশ্রী ও বাড্ডা এবং খিলগাঁওয়ের সংযোগ সড়কে নবনির্মিত ইউলুপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এই ইউলুপ দুটি সাধারণের জন্য খুলে দেয়া হয়। মাত্র দুদিনেই এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। যাত্রীরা বললেন, বনশ্রী থেকে হাতিরঝিল ও কাওরান বাজারগামী গাড়ী ডানে মোড় নিতেই সৃষ্টি হতো যানজটের। এছাড়া, কুড়িল-বাড্ডা ও এয়ারপোট থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে রামপুরা-বনশ্রী ও বাড্ডা-হাতিরঝিলের সংযোগ সড়কে পড়তে হতো দীর্ঘ যানজটে। তবে সে দৃশ্য এখন আর নেই। মাত্র কয়েক মিনিটেই রাস্তা পার হয়ে যাচ্ছে গাড়ী। একই চিত্র খিলগাঁও এলাকাতেও। তবে ইউলুপের মুখে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানোর কারণে সৃষ্টি হচ্ছে নতুন যানজটের। তাই এসব এলাকায় ট্রাফিক পুলিশ রাখার দাবি যাত্রীদের। ঢাকার যানজট নিরসনে গাজীপুর থেকে রাজধানীর সাতরাস্তা পর্যন্ত নির্মাণ করা হবে ১২ টি ইউলুপ ।