ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্রিটিশ রানীর জন্মদিনে ঐতিহ্যবাহী ট্রুপিং দ্য কালার প্যারেড

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০১:০৮ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার

আজ শনিবার আয়োজিত হলো ইংল্যান্ড ও গ্রেট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের দাপ্তরিক জন্মদিন। এ উপলক্ষ্যে আয়োজিত হয় ঐতিহ্যবাহী সামরিক প্যারেড ‘ট্রুপিং দ্য কালার’। ব্রিটিশ রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা এতে উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না রাজা ফিলিপ।

ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী রানীর দুইটি জন্মদিন পালিত হয়। একটি তার ব্যক্তিগত এবং অপরটি দাপ্তরিক বা সরকারি জন্মদিন। সেই হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত জন্মদিন ছিল গত এপ্রিল মাসের ২১ তারিখ। সেদিন ৯২ বছর বয়সে পদার্পণ করেন ব্রিটেনের ইতিহাসে সবথেকে দীর্ঘ সময় ধরে ‘রানী’ হিসেবে থাকা দ্বিতীয় এলিজাবেথ। আর প্রতিবছর জুন মাসের দ্বিতীয় শনিবার রানীর দাপ্তরিক জন্মদিন হিসেবে পালিত হয়।

ইংল্যান্ডের ইতিহাসে রানীর এই দাপ্তরিক জন্মদিন বেশ গুরুত্বপূর্ণ। প্রতিবছর রাজপরিবারের যে কয়েকটি অনুষ্ঠান হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি। ব্রিটেনের সংবিধান মতে, পদাধিকার বলে দেশটির সামরিক বাহিনীর প্রধান রানী। আর এদিন ট্রুপিং দ্য কালার প্যারেডের মাধ্যমে সামরিক বাহিনীকে রানীর সামনে আনা হয়। এই প্যারেডের মাধ্যমে রানীর প্রতি সামরিক বাহিনী আনুগত্য প্রকাশ করে এবং রানী এই বাহিনীর অনুমোদন দেন। শুধু তাই নয়, এদিন ভালো কাজের স্বীকৃতিস্বরুপ রাজতন্ত্রের মধ্যে কর্মচারিতে পুরষ্কৃত করেন রানী।

রানীর জন্মদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় লন্ডনের হোয়াইট হলের হর্স গার্ডস প্যারেড স্কয়ারে। এতে অংশ নিতে বার্মিংহাম প্যালেস থেকে সামরিক বহরে রানী ও রাজপরিবারের সদস্যরা যোগ দেন। আর এই সামরিক বহরে থাকা রাজ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাতে এবং এক নজর দেখতে সড়কের দুই পাশে জড়ো হন হাজারো ব্রিটিশ নাগরিক। সেসময় রানী দ্বিতীয় এলিজাবেথকে হুডখোলা একটি ঘোড়ার গাড়িতে দেখা যায়। তার পড়নে ছিল আকাশী নীল রঙের পোষাক। তবে এসময় তার পাশে রাজা ফিলিপকে দেখা যায়নি। সম্প্রতি ডিউক অব এডিনবার্গ হিসেবে রাজকার্য থেকে অবসর নেন রাজা ফিলিপ।

রাজকীয় এই প্যারেডে অংশ নেন গত মাসে বিয়ে হওয়া ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেজ অব সাসেক্স মেগান মর্কেল। গত মাসে বিয়ে হওয়ার পর এই প্রথম জনসমক্ষে আসেন তারা। পুরো সামরিক উর্দিতে থাকা স্বামী হ্যারির পাশে হালকা ক্রীম রঙের অফ শোল্ডার গাউনে দেখা যায় মেগানকে। গাড়িবহরে আরও ছিলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী এবং ডাচেজ অব ক্যামব্রিজ কেট মিডলটন। এসব তার পাশে ছিলেন শ্বাশুড়ি এবং প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কার।

আগে এই প্যারেডে নিজে ঘোড়ায় চরে অংশ নিতেন রানী দ্বিতীয় এলিজাবেথ। টুইটারে রাজ পরিবার এক পোস্টে জানায়, প্রিন্সেস হওয়ার পর থেকে এখন পর্যন্ত সময়ে শুধু ১৯৫৫ সাল ছাড়া সব প্যারেডেই অংশ নেন দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫৫ সালে সাধারণ বিক্ষোভের কারণে এই প্যারেড বাতিল করা হয়েছিল। টুইটারে যে ছবিটি প্রকাশ করা হয়, সেটি ১৯৪৭ সালে তোলা। সেসময়কার রাজ ষষ্ঠ জর্জ এর সঙ্গে প্যারেডে ঘোড়ায় চরে অংশ নিয়েছিলেন সে সময়ের প্রিন্সেস এলিজাবেথ।

চলতি বছরের প্যারেড এবার আরও একটি কারণে বেশ উল্লেখযোগ্য। এবার প্যারেডে রাজকীয় গার্ড বাহিনী ‘কোল্ডস্ট্রীম গার্ড’ এর একজন সদস্য ছিলেন সবার থেকে আলাদা। এই বাহিনীর চিরাচরিত লম্বা কালো টুপির বদলে পাগড়ি পরেই প্যারেডে অংশ নেয় ব্রিটিশ শিখ গার্ড চরণপ্রিত সিং লাল (২২)। বার্তা সংস্থা এপি’কে তিনি বলেন, “এটা ইতিহাসে একটা নতুন পরিবর্তন। আমি বিশ্বাস করি আমার এই উদ্যোগে শিখ ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরা ব্রিটিশ গার্ডে আসতে অনুপ্রেরিত হবে”।

প্যারেড শেষে রানীর উপস্থিতিতে রাজ পরিবারের সদস্যরা বার্মিংহাম প্যালেসের বারান্দা থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। সেখানে রানীর সাথে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়ামস, উইলিয়ামস পত্নী কেট মিডলটন, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মর্কেল এবং প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা পারকার। এসময় তারা ব্রিটিশ রয়্যাল বিমান বাহিনীর বিশেষ ফ্লাই পাস্ট উপভোগ করেন তারা।     

তথ্যসূত্র: বিবিসি।

//এসএইচএস// এসএইচ/