ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:৫৮ এএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার

ইউরোজেনের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম। ইউরো বা পাউন্ডের মত মতো মুদ্রা দুর্বল হয়ে যেতে পারে এ আশঙ্কায় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের সম্পদ স্বর্ণে রূপান্তর করায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। আর এর প্রভাবে দেশের বাজারে দাম বাড়ার পাশাপাশি স্থবিরতা নেমে এসেছে সোনার গয়নার বাজারে। ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৪৮ টাকা। গেল এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১২২৫ টাকা। দামের কারনে সোনার গয়না মধ্যবিত্তের নাগাল ছাড়িয়েছে আরও আগেই। আর সব শেষ এ দাম বাড়ায় বেচাকেনা আরও কমবে বলে মত দোকানিদের। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বে ব্যবহৃত সোনার ৬৮ ভাগ গয়না হিসাবে আর বাকিটা সম্পদ হিসাবে। ইউরো, পাউন্ড বা মার্কিন ডলারের মতো মুদ্রা বাজার অস্থির হলেও হিড়িক পড়ে সোনা মজুদের। বিশ্ববাজারে গেল এক দশকে মূলধনী মুনাফা সবচেয়ে বেশি এসেছে স্বর্ন সঞ্চয়ে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের আস্থা এর উপরই সবচেয়ে বেশি।