ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের ৩২ দল দেখে নিন

প্রকাশিত : ০৮:২১ এএম, ১০ জুন ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩৩ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার

আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ২১তম ফিফা বিশ্বকাপ ফুটবল। আটটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে মোট ৩২টি দল লড়াই করবে শিরোপার জন্য। নি¤েœ অংশ গ্রহণকারী দলগুলোর খেলোয়াড় তালিকা দেয়া হলো।
চুড়ান্ত দল (বন্ধনীর মধ্যে খেলোয়াড়দের জার্সি নাম্বার)
গ্রুপ এ’
রাশিয়া
গোলরক্ষক: ইগর আকিনফিব(১), ভøাদিমির গাবুলভ(২০), আন্দ্রেই লুনেভ(১২)।
রক্ষণ ভাগ: ভøাদিমির গ্রানাট(১৪), ফিডর কুদরিয়াশভ(১৩), লিয়া কুটেপভ(৩), আন্দ্রেই সেমিনিয়ভ(৫), ইগর স্মলনিকভ(২৩), মারিও ফার্নান্দেস(২),সের্গেই ইগনাশেভিচ(৪)।
মধ্য মাঠ: ইউরি গাজিন্সকাই(৮), এ্যালান ডিজাগোয়েভ(৯), আলেক্সেই মিরানচুক(১৫) আলেক্সান্ডার গোলেভিন(১৭), আলেক্সান্ডার এরোখিন(২১) ,ইউরি ঝিরকভ(১৮), ডালের কুজিয়ায়েভ(৭),রোমান জোবনিন(১১), আলেক্সান্ডার সামেদভ(১৯), এ্যান্টন মিরানচুক(১৬), ডেনিস চেরিশেভ(৬),
আক্রমন ভাগ: আরটেম দিজিউবা(২২), ফিওডর সমোলভ(১০)।
কোচ:স্তানিসলাভ চেরচেসভ
সৌদি আরব
গোলরক্ষক: মোহামেদ আল ওয়াইস(২২), আব্দুল্লাহ আল মেউফ(১), ইয়াসের আল মোসাইলীম(২১)।
রক্ষণ ভাগ: ওসামা হাওসাবি(৩), ওমর হওসাবি(৫), মোতাজ হওসাবি(২৩), আলি আল- বুলাইহি(৪), ইয়াসের আল শাহারানি(১৩), মানসুর আল- হারবি(২), মোহাম্মেদ আল- বুরাইক (৬)।
মধ্য মাঠ: আব্দুল্লা ওতাইফ(১৪), সালমান আল-ফারাজ(৭), আব্দুল্লাহ আল- খাইবারি(১১), আব্দুলমালিক আল খাইবারি(২১), মোহাম্মেদ কানু(১২), হুসেইন আল-মুকাহবি(১৬), তাইসির আল জসিম(১৭), হাত্তান বেহেবরি(৯), সালেম আল- দাওসারি(১৮), ইয়াহিয়া আল শেরি(৮)।
আক্রমন ভাগ: ফাহাদ আল মুবালাদ(১৯),মোহাম্মেদ আল-সালাবি(১০), মোহাম্মদ আসেরি(২০)।
কোচ: হুয়ান এন্টোনিও পিজ্জি,
মিশর
গোলরক্ষক: এসাম এল হাদারি(১), মোহামেদ এল-শেনাউই(২৩), শেরিফ একরামি(১৬)।
রক্ষণ ভাগ: আহমেদ ফাতি(৭), সাদ সামির(২০), আইমান আশরাফ(১২), আহমেদ হেজাজি(৬), আলি গাবর(২), আহমেদ এল মোহাম্মদী(৩) মোহামেদ আব্দেল- শফি(১৩), মাহমুদ হামদি(১৫)।
মধ্য মাঠ: ওমর জাবের(৪), মোহামেদ এলনেনি(১৭), ত্রেজেগুয়েট(২১) তারেক হামেদ(৮), স্যাম মোরসি(৫), আব্দুল্লাহ এল সাইদ(১৯)।
আক্রমন ভাগ: মোহাম্মদ সালাহ(১০), মারওয়ান মোহসেন(৯) কাহরাবা (১১), রামাদান সোভি(৪), শিকাবালা(১৮) আমর ওয়ার্দা(২২) ।
কোচ: হেক্টর কুপার,
উরুগুয়ে
গোলরক্ষক : মার্টিন কামপানা(১২), ফার্নান্দো মুসলেরা(১), মার্টিন সিলভা(২৩)।
রক্ষণ ভাগ : মার্টিন ক্যারোস(২২), সেবাস্টিন কোটস(১৯), হোসে মারিয়া গিমেনেজ(২), দিয়েগো গোডিন(৩), ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা(১৬), গ্যাস্টন সিলভা(১৩), গুইলারমো ভারেলা(৪)।
মধ্য মাঠ: জোনাথন উরেটাভিসকায়া(২০) গিওর্গিয়ান ডি আরাসকায়েটা(১০), রডরিগো বেনটানচার(৬), দিয়েগো লাক্সাল্ট(১৭), নাহিটান নানডেজ(৮), ক্রিস্টিয়ান রডরিগুয়েজ(৭), কার্লোস সানচেজ(৫), লুকাস টোরেইরা(১৪), মাটিয়াস ভেসিনো(১৫)।
আক্রমন ভাগ : এডিনসন কাভানি(২১), ম্যাক্সিমিলিয়ানো গোমেজ(১৮), লুইস সুয়ারেজ(৯), ক্রিস্টিয়ান স্টুয়ানি(১১)।
কোচ: অসকার তাবারেজ।
গ্রুপ বি’
পর্তুগাল
গোল রক্ষক: এ্যান্তোনি লোপেজ(১২), বেটো(২২), রুই প্যাট্রিসিও(১)।
রক্ষণ ভাগ: ব্রুনো আলভেজ(২), সেড্রিক সোয়ারেস(২১), হোসে ফন্তে(৬), মারিও রুই(১৯), পেপে(৩), রাফায়েল গুয়েরেইরো(৫), রিকার্ডো পেরেইরা(১৫), রুবেন দিয়াস(১৩)।
মধ্যমাঠ: আড্রিয়েন সিলভা(২৩), গনসালো গুয়েডেস(১৭), ব্রুনো ফার্নান্দেস(১৬), হোয়াও মারিও(১০), হোয়াও মুতিনহো(৮), ম্যানুয়েল ফার্নান্দেস(৪), উইলিয়াম ক্যারাভালো(১৪), বার্নার্ডো সিলভা(১১), রিকার্ডো কুয়ারেসমা(২০)।
আক্রমন ভাগ: আন্দ্রে সিলভা(৯), ক্রিস্টিয়ান রোনালদো(৭), জেলসন মার্টিনস(১৮)।
কোচ: ফার্নান্দো স্যান্টোস,
স্পেন
গোলরক্ষক: কেপা আরিজাবালাগা(১৩), ডেভিড ডি গেয়া(১), পেপে রেইনা(২৩)।
রক্ষণ ভাগ: জর্ডি আলবা(১৮), চেজার আজপিলিকুয়েটা(১৪), দানি কারভাজাল(২), নাচো ফার্নান্দেজ(৪), নাচো মনেরাল(১৬), আলভারো অদ্রিওজোলা(১২), গেরার্ড পিকু(৩), সার্জিও রামোস(১৫)।
মধ্য মাঠ: মার্কো এসেনসিও(২০), থিয়াগো আলচানতারা(১০), সার্জিও বাসকুয়েটস(৫), আন্দ্রেস ইনিয়েস্তা(৬), ইস্কো(২২), কোক(৮), সাউল নিগুয়েজ(৭), ডেভিড সিলভা(২১), লুকাস ভাজকুয়েজ(১১)।
আক্রমন ভাগ: ইগো আসপাস(১৭), দিয়েগো কস্তা(১৯), রদ্রিগো মোরেনো(৯), ।
কোচ: জুলেন লোপেতেগুই
মরক্কো
গোলরক্ষক: মুনির এল কাজুই(১২), ইয়াসিনে বোনৌ(১), আহমেদ রেদা তাগনাউতি(২২)।
রক্ষণ ভাগ: মেদি বেনাতিয়া(৫), রোমেইন সাইস(৬), ম্যানুয়েল দা কস্তা(৪), বাদও বেনউন(১৯), নাবিল দিরার(১৭), আচরাফ হাকিমি(২), হামজা মেন্ডিল(৩)।
মধ্য মাঠ: হাকিম জিয়েচ(৭)এম’বারেক বোসৌফা(১৪), করিম এল আহমাদি(৮), ইউসেফ আইত বেনাসের(২১), সোফিয়ান আমরাবাত(১৬), ইয়ুএনস বেলহান্ডা(১০), ফয়সাল ফজর(১১), আমিন হারিত(১৮), নরডিন আমরাবাত(১৫), মেহদি চার্চেলা(২৩)।
আক্রমন ভাগ: খালিদ বুয়াতাইব(১৩), আজিজ বুহাদ্দজ(২০), আইউব এল কাবি(৯), ।
কোচ: হার্ভে রেনার্ড
ইরান
গোল রক্ষক: আলিরেজা বিয়েরানভ্যান্ড(১), রশিদ মাজাহেরি(১২), আমির আবেদজাদেহ(২২)।
রক্ষন ভাগ: মজিদ হোসেইনি(১৯), মিলাদ মোহাম্মদী(৫), মোহাম্মদ খানজাদেহ(১৩), মোরতেজা পুরালিগানজি(৮), পেজম্যান মন্তাজেরি(১৫), রামিন রেজাইয়ান(২৩), রুজবেহ চেশমি(৪)।
মধ্য মাঠ: এহসান হাজি সফি(৩), মাসুদ সোজায়েই(৭), মাহদি তোরাবি(২), ভাহিদ আমিরি(১১)।
আশকান দেজাগাহ(২১), ওমিদ এবরাহিমি(৯),সায়েইদ এজাতোলাহি(৬)।
আক্রম ভাগ: আলিরেজা জাহানবক্স(১৮), মাহদি তারেমি(১৭), রেজা গুচানেজদাহ(১৬), সামান ঘোড্ডোস(১৪), করিম আনসারিফার্ড(১০) সরদার আজমুন(২০)।
কোচ: কার্লোস কুইরোজ।
গ্রুপ সি’
ফ্রান্স
গোলরক্ষক: হুগো লরিস(১), স্টিভ মন্দান্দা(১৬), আলফোনসে আরেওলা(২৩)
রক্ষণ ভাগ: লুকাস হার্নান্দেজ(২১). প্রেসনেল কিমপেম্বে(৩), বেঞ্জামিন মেন্ডি(২২), বেঞ্জামিন পাভার্ড(২), আদিল রামি(১৭), দিবরিল সিদিবে(১৯), স্যামুয়েল উমিতিতি(৫), রাফায়েল ভারানে(৪)।
মধ্যমাঠ: এনগোলা কন্টে(১৩), ব্লাইস মাতুইদি(১৪), স্টেভেন এন’জঞ্জি(১৫), পল পগবা(৬), কোরেনটিন তোলিসো(১২), টমাস লেমার(৮)।
আক্রমন ভাগ: ওসমানে ডেম্বেলে(১১), নাবিল ফেকির(১৮), অলিভার গিরুদ(৯), আতোয়োন গ্রিজম্যান(৭), কিলিয়ান এমবাপে(১০), ফ্লোরিয়ান তাউভিন(২০)।
কোচ: দিদিয়ের দেশ্যম
অস্ট্রেলিয়া
গোলরক্ষক : ব্র্যাড জোনস(১২), ম্যাথু রায়ান(১), ড্যানি ভুকোভিচ(১৮)।
রক্ষণ ভাগ : আজিজ বেহিচ(১৬), মিলোস ডেগেনেক(২), ম্যাথু জারমান(৬), জেমস মেরেডিথ(৩), জোস রিসডন(১৯), ট্রেন্ট সেইন্সবারি(২০)।
মধ্য মাঠ: জ্যাকসন ইরভিন(২২), এ্যান্ড্রু নাবোট(১১) মিলে জেডিনাক(১৫), ম্যাথু লেচকি(৭), মাসিমো লুনগো(৮), মার্ক মিলিগান(৫), ড্যানিয়েল আরজানি(১৭),এ্যারন মুই(১৩), টম রোজিক(২৩)।
আক্রমন ভাগ : দিমিত্রি পেট্রাটস(২১), রবি ক্রুস(১০), টিম চাহিল(৪), টনি জুরিক(৯), জেমি ম্যাকলারেন(১৪)।
কোচ: বার্ট ফন মারউইক
পেরু
গোল রক্ষক: পেড্রো গালেসে(১), জোসে কারভালো(২১), কার্লোস কাসেডা(১২)।
রক্ষনভাগ: লুইস এডভিনকুলা(১৭), মিগুয়েল আরাউজো(৫), আল্ডো কোরজো(৩), নিলসন লয়োলা(২২), ক্রিস্টিয়ান রামোস(১৫), আলবার্তো রড্রিগুয়েজ(২), এন্ডারসন সান্টামারিয়া(৪), মিগুয়েল ট্রাউসো(৬)।
মধ্যমাঠ: পেড্রো একুইনো(২৩), উইলমার কার্টাজেনা(১৬), ক্রিস্টিয়ান কুয়েভা(৮), এডিসন ফ্লোরেস(২০), পাওলো হার্টাডো(৭), রেনাটো তাপিয়া(১৩), ইওশিমার ইওটুন(১৯)।
আক্রমনভাগ: পাওলো গুয়েরোরো(৯), আন্দ্রে ক্যারিলো(১৮), রাউল রুইডিয়াজ(১১), এন্ডি পোলো(১৪), জেফারসন ফারফান(১০)।
কোচ: রিকার্ডো গ্যারেচা
ডেনমার্ক
গোলরক্ষক: ক্যাসপার শেমিচেল(১), জোনাস লসল(১৬), ফ্রেডেরিক রোনোউ(২২)।
রক্ষন ভাগ: সিমন কাজায়ের(৪), আন্দ্রেয়াস ক্রিসটেনসেন(৬), ম্যাথিয়াস জর্গেনসেন(১৩), জানিক ভেস্তারগার্ড(৩), হেনরিক ডালসাগার্ড(১৪), জেনস স্ট্রিগার লারসেন(১৭), জোনাস কেনুডসেন(৫)।
মধ্য মাঠ: উইলয়াম কেভিস্ট(৭), ভিক্টর ফিশচার(১৫), টমাস ডেলানি(৮), লুকাস লেরাগার(১৮), লাসে শোন(১৯), ক্রিস্টিয়ান এরিকসেন(১০), মাইকেল ক্রন-ডেলি(২)।
আক্রমন ভাগ: মার্টিন ব্রেইথওয়েট(১১), আন্দ্রেয়াস কর্নেলিয়াস(২১), ইউসুফ পুলসেন(২০), নিকোলাই জর্গেনসেন(৯), ক্যাসপার ডলবাগ(১২র্), পিয়োনে সিস্টো(২৩)।,
কোচ: এইজ হারেইদি
গ্রুপ ডি’
আর্জেন্টিনা
গোলরক্ষক : এন গুজম্যান(১) উইলি কাবালেরো(২৩), ফ্র্যাংকো আরমানি(১২)।
রক্ষণ ভাগ : গ্যাব্রিয়েল মার্সাডো(২), ফেডেরিকো ফাজিও(৬), নিকোলাস ওটামেন্ডি(১৭), মার্কোস রোহো(১৬), নিকোলাস টাগলাফিকো(৩), জেভিয়ার মাচেরানো(১৪), ক্রিস্টিয়ান আনসালডি(৪)।
মধ্য মাঠ : এডুয়ার্ডো সালভিও(১৮) এভার বানেগা(৭), লুকাস বিগলিয়া(৫), এ্যাঞ্জেল ডি মারিয়া(১১), গিওভানি লো সেলসো(২০), ম্যানুয়েল লানজিনি(১৫), ম্যাক্সিমিলিয়ানো মেজা(১৩)।
আক্রমন ভাগ : লিওনেল মেসি(১০), গঞ্জালো হিগুয়েইন(৯), সার্জিও আগুয়েরো(১৯), পাওলো ডিবালা(২১), মার্কোস আকুনা(২৬), ক্রিস্টিয়ান পাভোন(২২)।
কোচ: জর্জ সাম্পাওলি
আইসল্যান্ড
গোলরক্ষক: হ্যানেস হ্যালডরসন(১), রানার রানারসন(১৩), ফ্রেডেরিক শ্র্যাম(১২),
রক্ষন ভাগ: আরি স্কুলাসন(২৩), বিরকির সাভারসন(২), সেরির ইঙ্গাসন(৫), হর্ডার ম্যাগনুসন(১৮), হলমার এইজলফসন(১৫), রাগনার সিগার্ডসন(৬), স্যামুয়েল ফ্রিডজনসন(৩)।
মধ্য মাঠ: আর্নর ইঙ্গভি ট্রস্টাসন(২১), এ্যারন গানারসন(১৭), জিলফি সিগার্ডসন(১০), এমিল হলফ্রেডসন(২০), বিরকির বিয়ার্নসন(৮), জোহান গুডমান্ডসন(৭), ওলাফুর স্কুলাসন(১৬), কারি আরনাসন(১৪)।
আক্রমন ভাগ: আলফ্রেড ফিনবগাসন(১১), জন বডভারসসন(২২), রুরিক গিসলাসন(১৯), বিয়র্ন বার্গম্যান সিগার্ডসন(৯), আলবার্ট গুডমান্ডসন(৪)।
কোচ: হেইমির হলগ্রিমসন
ক্রোয়েশিয়া
গোলরক্ষক: ড্যানিয়েল সুবাসিচ(২৩), লভরে কালিনিচ(১২), ডোমিনিক লিভাকোভিচ(১)।
রক্ষণ ভাগ: ভেড্রান কোরলুকা(৫), ডোমাগো ভিদা(২১), ইভান স্ট্রিনিচ(৩), ডেজান লভরেন(৬), সিমে ভার্সালিকো(২), জোসিপ পিভারিচ(২২), টিন জেডভাজ(১৩), ডুয়ে চ্যালেটা-কার এজ(১৫)।
মিডফিল্ডার: ইভান পেরিসিচ(৪), লুকা মড্রিচ(১০), ইভান রাকিটিচ(৭), মাতেও কোভাচিচ(৮), মিলান বাদেলি(১৯), মার্সেলো ব্রোজোভিচ(১১), ফিলিপ ব্রাডারিচ(১৪)।
ফরোয়ার্ড: মারিও মান্দজুকিচ(১৭), নিকোলা কালিনিচ(১৬), আন্দ্রেই ক্রামারিচ(৯), মার্কো পিয়াচা(২০), এ্যান্টে রেবিচ(১৮)।
কোচ: জøাটকো ডেলিচ
নাইজেরিয়া
গোলরক্ষক: ফ্রান্সিস উজোহো(২৩), ইকেচুকুয়া এজেনবা(১), ড্যানিয়েল আকপেয়ি(১৬)।
রক্ষণ ভাগ: কেনেথ ওমেরু(২২), এলডারসন এচিয়েজিলি(৩), লিয়ন বালোগান(৬), উইলিয়াম ট্রুস্ট-ইকোং(৫), শেহু আব্দুল্লাহি(১২), টাইরোন এবুয়েহি(২১), ব্রায়ান ইডু(২), চিয়েদোজি আওয়াজিয়েম(২০)।
মধ্য মাঠ: উইলফ্রেড এনদিদি(৪), ওজেনায়ি ওনাজি(১৭), মিকেল ওবি(১০), জন ওগু(১৯), ওঝেনেকারো এটেবো(৮), জোয়েল ওবি(১৫)।
আক্রমন ভাগ: সিমিওন এনওয়ানকো(১৩), ভিক্টর মসেস(১১), ওডিয়ন ইঘালো(৯), কেলেচি ইহেনাচো(১৪), আহমেদ মুসা(৭), এ্যালেক্স আইওবি(১৮)।
কোচ: গার্নট রোহর
গ্রুপ ই’
ব্রাজিল
গোলরক্ষক : এলিসন(১), ক্যাসিও(১৬), এডারসন(২৩)
রক্ষণ ভাগ : ড্যানিলো(১৪), ফাগনার(২২), মার্সেলো(১২), ফিলিপে লুইস(৬), মিরান্ডা(৩), মারকুইনহোস(১৩), থিয়াগো সিলভা(২), জেরোমেল(৪)।
মধ্য মাঠ: ক্যাসেমিরো(৫), ফার্নান্দিনহো(১৭), পাওলিনহো(১৫), রেনাটো অগাস্টো(৮), ফ্রেড(১৮), ফিলিপ কুটিনহো(১১), টাইসন(২১), ডগলাস কস্তা(৭)।
আক্রমন ভাগ : নেইমার(১০), উইলিয়ান(১৯), গ্যাব্রিয়েল জেসুস(৯), রবার্তো ফিরমিনো(২০)।
কোচ: তিতে
সুইজারল্যান্ড
গোলরক্ষক: ইয়ান সমের(১), রোমান বুরকি(২১), ইভোন এমভোগো(১২)।
রক্ষণ ভাগ: স্টেফান লিচেটস্টেইনার(২), রিকার্ডো রদ্রিগুয়েজ(১৩), ফ্যাবিয়ান শার(২২), মাইকেল ল্যাং(৬), ম্যানুয়েল আকানজি(৫), নিকো এলভেদি(৪), জোহান দিউরু(২০), ফ্রাঙ্কোইস মুবান্দি(৩)।
মধ্য মাঠ: ভ্যালন বেহরামি(১১), জের্ডান শাকিরি(২৩), গ্রানিট ঝাকা(১০), ব্লেরিম ডেমাইলি(১৫), জেলসন ফার্নান্দেস(১৬), রেমো ফ্রিউলার(৮), ডেনিস জাকারয়িা(১৭), স্টেভেন জুবের(১৪)।
আক্রমন ভাগ: জোসিপ ড্রামিচ(১৯), ব্রিল এম্বোলো(৭), মারিও গাভরানোভিচ(১৮), হ্যারিস সেফেরোভিচ(৯)।
কোচ: ভ্লাদিমির পেটকোভিচ
কোস্টারিকা
গোলরক্ষক: কাইলর নাভাস(২১), প্যাট্রিক পেম্বারটন(১৮, লিওনেল মোরেইরা(২৩)।
রক্ষন ভাগ: ক্রিস্টিয়ান গাম্বোয়া(১৬), ইয়ান স্মিথ(৪), রোনাল্ড মাতারিতা(২২), ব্রায়ান ওভিডো(৮), অস্কার দুয়ার্তে (৬), জিয়ানকার্লো গঞ্জালেজ(৩), ফ্রান্সিসকো কালভো(১৫), কেন্ডাল ওয়াটসন(১৯), জনি এ্যাকোস্টা(২)।
মধ্য মাঠ: ডেভিড গুজম্যান(২০), ইয়েলতসিন তেইয়েদা(১৭), চেলসো বর্গেস(৫), র‌্যান্ডল আজোফেইফা(১৪), জোহান ভেনেগাস(১১), রন্ডি ওয়ালেচ(১৩), ক্রিস্টিয়ান বোলানোস(৭)।
আক্রমন ভাগ: ড্যানিয়েল কলিন্ডার্স(৯), ব্রায়ান রুইজ(১০), জোয়েল ক্যাম্পবেল(১২), মার্কে উরেনা(২১)।
কোচ: অসকার রামিরেজ
সার্বিয়া
গোলরক্ষক: ভøাদিমির স্টয়কোভিচ(১),প্রেডর‌্যাগ রাজকোভিচ(১২), মার্কো দিমিত্রোভিচ(২৩)।
রক্ষণ ভাগ: আলেক্সান্ডার কোলারভ(১১), এ্যান্টোনিও রুকাভিনা(২), মিলান রডিচ(১৪), বার্নিস্লাভ ইভানোভিচ(৬), উরোস স্পাজিচ(৫), মিলোস ভেলিকোভিচ(১৩), ডাস্কো টোসিচ(৩), নিকোলা মিলেনকোভিচ(১৫)।
মধ্য মাঠ: নেমেনজা ম্যাটিচ(২১), লুকা মিলিভোজেভিচ(৪), মার্কো গ্রুজিচ(১৬), দুসান টেডিচ(১০), আন্দ্রিজা জিভকোভিচ(৭), ফিলিপ কস্টিচ(১৭), সের্গেই মিলিনকোভিচ-সেভিচ(২০)।
আক্রমন ভাগ: নেমেনজা রাডোনিচ(১৮), আলেক্সান্ডার মিট্রোভিচ(৯), আলেক্সান্ডার প্রিজোভিচ(২২), লুকা জোভিচ(১৯), এ্যাডেম লিয়াজিচ(৮)।
কোচ: ম্লাডেন ক্রাস্টাজিচ
গ্রুপ এফ’
জার্মানি
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার(১), মার্স-আন্দ্রে টার স্টেগেন(২২), কেভিন ট্র্যাপ(১২)।
রক্ষন ভাগ: জেরোমে বোয়াটেং(১৭), ম্যাথিয়াস জিন্টার(৪), ম্যাটস হুমেলস(৫), জোসুয়া কামিচ(১৮), মারভিন প্লাটেনহার্ড(২),এ্যান্টনিও রুয়েডিগার(১৬), নিকলাস সুয়েলে (১৫)।
মিড ফিল্ডার: জোনাস হেক্টর(৩), জুলিয়ান ব্র্যান্ডট(২০), জুলিয়ান ড্রাক্সলার(৭), লিয়ন গোরেতকা(১৪), লিকে গান্ডোগান(২১), সামি খেদিরা(৬), টনি ক্রুস(৮), মেসুত ওজিল(১০), সেবাস্তিয়ান রুডি(১৯)।
ফরোয়ার্ড: টিমো ওয়ার্নার(৯), মারিও গোমেজ(২৩), মার্কো রিউস(১১),টমাস মুলার(১৩),।
কোচ: জোয়াচিম লো
মেক্সিকো
গোলরক্ষক: গুইলারমো ওচোয়া(১৩), আলফ্রেডো তালাভেরা(১২),জেসুস করোনা(১)।
রক্ষন ভাগ: কার্লোস সালসেডো(৩), দিয়েগো রেয়েস(৫), হেক্টর মোরেনো(১৫), হুগো আয়ালা(২), মিগুয়েল লেয়ান(৭), এডসন আলভারজ(২১), জেসুস গ্যালার্ডো(২৩)।
মধ্য মাঠ: হেক্টর হেরেরা(১৬), রাফায়েল মারকুয়েজ(৪), জনাথন ডস স্যান্টোস(৬), আন্দ্রেস গুয়ার্দাদো(১৮), মার্কো ফ্যাবিয়ান(৮), জিওভানি ডস স্যান্টোস(১০)।
আক্রমন ভাগ: জেভিয়ার হার্নান্দেজ(১৪), রাউল জিমেনেজ(৯), ওরিবে পেরালট(১৯)া, জেসুস করোনা(১৭), কার্লোস ভেলা(১১), জেভিয়ার একুইনো(২০), হার্ভিং লোজানো(২২)।
কোচ: হুয়ান কার্লোস ওসোরিও
সুইডেন
গোলরক্ষক : রবিন ওলসেন(১), ক্রিস্টোফার নোর্ডফেল্ড(২৩), কার্ল ইয়োজান জনসন(১২)।
রক্ষণ ভাগ : আন্দ্রেস গ্রানকিভিস্ট(৪), ভিক্টর নিলসন লিন্ডেলফ(৩), মাইকেল লাস্টিগ(২), লুডউইগ আগাসটিনসন(৬), পনটাস জানসন(১৮), এমিল ক্রাফথ(১৬), ফিলিপ হেলান্ডার(১৪), মার্টিন ওলসন(৫)।
মধ্য মাঠ: সেবাস্টিন লারসন(৭), গুস্তাভ সেভেনসন(১৩), আলবিন একডাল(৮), এমিল ফোর্সবার্গ(১০) ভিক্টর ক্লায়েসন(১৭), জিমি ডারমাজ(২১), মার্কোস রোহডেন(১৯), ওস্কার হিলজেমার্ক(১৫)।
আক্রমন ভাগ : মার্কোস বার্গ(৯), জন গুইডেট্টি(১১), ইসান কিয়েস-থেলিন(২২), ওলা টোইভোনেন(২০)।
কোচ: জানে এন্ডারসন
দক্ষিণ কোরিয়া
গোলক্ষক: কিম সিউং-জিউ(১), কিম জিন-হাইয়েওন(২১), চো হিউয়ান-উ(২৩)।
রক্ষণ ভাগ: কিম ইয়ং-গোন(১০), জ্যাং হিউয়ান-স(২০)ু, জুং সেয়াং-হিউয়ান(৩), ইয়ান ইয়ং-সুন(৫), ওহ ব্যান-সুক(৪), কিম মিন-উ(১২), পার্ক জু-হো(৬), হং চুল(১৪), লী ইয়ং(২)।
মধ্যমাঠ: কি সুং-ইউয়েং(১৬), জুং উ-ইয়ং(১৫), জু সে-জং(৮), কু জা-চেওল(১৩), লী জায়ে সুং(১৭), মুন সিয়ন-মিন(১৮), কো ইয়ো-হ্যান(২২) ।
আক্রমনভাগ: কিম শিন-উক(৯), সন হিউং মিন(৭), হুয়াং হি-চ্যান(১১), লী সিউং উ(১০)।
কোচ: শিন-তায়ে ইয়ং
গ্রুপ জি’
বেলজিয়াম

(কোম্পানির ফিটনেসের জন্য ২৪ সদস্যের দল)
গোলরক্ষক: কোয়েন ক্যাস্টিলস(১৩), থিবাউট কর্টুইস(১), সিমন মিগনোলেট(১২)।
রক্ষণ ভাগ:টবি আলডারউইরেল্ড(২), ডেরিক বোয়াতা(২০), লরেন্ত চিম্যান-( কোম্পানি ফিটনেস ফিট না হলে তার পরিবর্তে), ভিন্সেন্ট কোম্পানি(৪), টমাস ভার্মায়েলেন(৩), জ্যান ভার্টোংহেন(৫) টমাস মুয়েনিয়ার(১৫)।।
মধ্য মাঠ: লিয়েন্ডার ডেন্ডনকার(২৩),ইয়ানকিক কারাসকো(১১), থরগান হ্যাজার্ড(১৬), নাসের চাডলি(২২), কেভিন ডি ব্রুয়ইয়ান(৭), মুসা ডেম্বেলে(১৯), মরুয়ানে ফেলাইনি(৮), আদনান জানজুয়াজি(১৮), ইউরি টিয়েলেম্যানস(১৭), এ্যাক্সেল উইটসেল(৬),
আক্রমন ভাগ: মিচি বাতসুয়াই(২১), এডেন হ্যাজার্ড(১০), রামেলু লুকাকু(৯), দ্রিস মার্টেনস(১৪)।
কোচ: রবার্তো মার্টিনেজ
পানামা
গোলরক্ষক: জাইমে পেনেডো(১), জোসে ক্যালডেরন(১২), এ্যালেক্স রদ্রিগুয়েজ(২২)।
আক্রমন ভাগ: ফিলিপে ব্যালয়(২৩), হ্যারল্ড কামিংস(৩), এরিক ডেভিস(১৫), ফিদেল এসকোবার(৪), এ্যাডলফো মাচাদো(১৩), মাইকেল আমির মুরিলো(২), লুইস ওভালে(১৭), রোমান টোরেস(৫)।
মধ্য মাঠ: এডগার বার্সেনাস(৮), আরমান্ডো কুপার(১১), আনিবাল গোডোয়(২০), গাব্রিয়েল গোমেজ(৬), ভ্যালেন্টিন পিমেন্টেল(১৪), আলবার্তো কুইন্টেরো(১৯), জোসে লুইস রদ্রিগুয়েজ(২১)।
আক্রমন ভাগ: আবিদেল আরোয়ো(১৬), ইসমায়েল দিয়াজ(১০), ব্ল্যাস পেরেজ(৭), লুইস তেজাদা(১৮), গাব্রিয়েল তোরেস(৯)।
কোচ: হার্নান দারিও গোমেজ
তিউনিশিয়া
গোলরক্ষক: আইমেন মাথলুথি(১৬), ফারুক বেন মুস্তাফা(১), মুয়েজ হাসেন(২২)।
রক্ষণ ভাগ: হামিদ নাগুয়েজ(২১), ডিলান ব্রন(১১), রামি বেদুই(৬) , ইয়োহান বেনালুয়ানে(৩), স্যাম বেন ইউসেফ(২), ওসামা হাদ্দাদি(৫), আলী মালুল(১২), বি শারাফি(১৮)।
মধ্যমাঠ: ইরিয়াস শিখিরি(১৭), মোহামেদ আমিন বেন আমর(১৪), ঘাইলেনে চালালি(২০), নাইম স্লিটি(২৩),ইয়াসিন মেরিয়া(৪), ফেরজানি সাসি(১৩),আহমেদ খলিল(১৫),সাইফেদ্দিন এল খাউই(৭)।
আক্রমনভাগ: ফাখরেদ্দিন বেন ইউসেফ(৮), আনিচ বদ্রি(৯), ওয়াহাবি খাজরি(১০), সাবের খলিফা(১৯)।
কোচ: নাবিল মালুল
ইংল্যান্ড
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড(১),নিক পোপ(২৩), জ্যাক বাটল্যান্ড(১৩)।
রক্ষন ভাগ: কাইল ওয়াকার(২), কিয়েরান ট্রিপায়ার(১২), ট্রেন্ট অ্যালেক্সজান্দার-আর্নল্ড(২২), গ্যারি চাহিল(১৫), ড্যানি রোজ(৩), জন স্টোনস(৫), হ্যারি মাগুইরে(৬), ফিল জোন্স(১৬), অ্যাশলে ইয়ং(১৮)।
মধ্য মাঠ: এরিক ডায়ার(৪), ফ্যাবিয়ান ডেলফ(১৭), জর্ডান হেন্ডারসন(৮), ডেলে আলি(২০), রুবেন লোফটাস-চিক(২১), রাহিম স্টারলিং(১০), জেসে লিংগার্ড(৭)।
আক্রমন ভাগ: হ্যারি কেন(৯), জেমি ভার্ডি(১১), মার্কাস রাসফোর্ড(১৯), ড্যানি ওয়েলব্যাক(১৪)।
কোচ: গ্যারেথ সাউথগেট
গ্রুপ এইচ’
পোল্যান্ড
গোলরক্ষক: বার্টোজ বিয়ালকোস্কি(১২), লুকাজ ফাবিয়ানস্কি(২২), ওইচেচ সেকজেসনি(১)।
রক্ষণ ভাগ: ইয়ান বেদনারেক(৫), বার্টোজ বেরেজনিয়াস্কি(১৮), থিয়াগো চিওনেক(৪), কামিল গ্লিক(১৫), লুকাস পিস্কেজেক(২০), আর্তার জেডরেজিকজিক(৩), মাইকেল পাদান(২)।
মধ্য মাঠ: জাকুব ব্লাস্কজিকোস্কি(১৬), জাচেক গোরালস্কি(৬), গ্রেজর্জ ক্রাইচোইয়াক(১০), রাফাল কুরজাওয়া(২১), ক্যারল লিনেটি(৮) , স্লাওমির পেস্কো(১৭), মেচিয়েজ রাইবাস(১৩), পিয়তর জিলনস্কি(১৯)।
আক্রমন ভাগ: ডেভিড কোনাচকি(২৩), রবার্ট লিওয়ানদোস্কি(৯), আর্কাডিয়াস মিলিক(৭), লুকাস টেডোরোকজিক(১৪), কামিল গ্রোসিচকি(১১)।
কোচ: এডাম নাওয়ালকা
সেনেগাল:
গোলরক্ষক: আবদুলায়ে দিয়ালো(১), খাদিম এনদিয়ায়ে(১৬), আলফ্রেড গোমিস(২৩)।
রক্ষণ ভাগ: সালিউ চিস(২), লামিন গাসামা (২১), কালিদু কলিবালি (৩), কারা (৪), ইউসুফ সাবালি (১২), সালিফ সানে (৬), মুসা ওয়াগু (২২), গানা (৫)।
মধ্য মাঠ: চেখু কুয়াতে (৮), পাপে আলিউন এনদিয়ায়ে (১১), আলফ্রেড এনদিয়ায়ে (১৩), চেইখ এনদোয়ে (১৭), ইসমাইলা সার (১৮)।
আক্রমন ভাগ: মামে বিরাম দিউফ (৯), ব্লেড কেইটা (২০), মুসা কনেট (১৪), সাদিও মানে (১০), এম’বায়ে নিয়াং (১৯), দিয়াফ্রা সাখো (১৫), মুসা সো (৭)।
কোচ : চিজে আলিউ
কোচ: আলিউ চিজে
কলম্বিয়া
গোলরক্ষক: ডেভিড ওসপানিয়া(১), ক্যামিলো ভার্গাস(১২), হোসে ফার্নান্দো গুয়ার্দাদো(২২)।
রক্ষণ ভাগ: ক্রিস্টিয়ান জাপাটা(২), ডেভিনসন সানচেজ(২৩), সান্তিয়াগো আরিয়াস(৪), অস্কার মুরিলো(৩), ফ্রাঙ্ক ফ্যাবরা(১৮), ইয়েরি মিনা(১৩)।
মধ্য মাঠ: জোহান মজিচা(১৭), উইলমার ব্যারিয়স(৫) কার্লোস সানচেজ(১৬), জেফারসন লেরমা(১৬), হামেস রদ্রিগুয়েজ(১০), আবেল এগুইলার(৮), ম্যাতেয়াস উরিবে(১৫), হুয়ান ফার্নান্দো কুইন্টেরো(২০), হুয়ান গুইলারমো চুয়াদ্রাদো(১১)।
আক্রমন ভাগ: হোসে ইজকুইয়ার্দা(২১) , রাদামেল ফ্যালকাও(৯), মিগুয়েল বোরিয়া(১৯), কার্লোস বাক্কা(৭), লুইস মুরিয়েল(১৪)।
কোচ: হোসে পেকারম্যান
জাপান
গোল রক্ষক: ইজি কাওয়াশিমা(১), মাসাকি হিগাশিগুচি(১২), কোসুক নাকামুরা(২৩)।
রক্ষণ ভাগ: ওয়াতারু এন্ডো(৬), তোমোয়াকি মাকিনো(২০), ইউতো নাগাতোমো(৫), গোটোকু সাকাই(২১), হিরোকি সাকাই(১৯), জেন সোজি(৩), নাওমিচি উয়েদা(২), মায়া ইয়োশিদা(২২)।
মধ্য মাঠ: মাকোতো হাসেবে(১৭), কেইসুকে হোন্ডা(৪), তাকাশি ইনুই(১৪), শিনজি কাগাওয়া(১০), হোতারু ইয়ামাগুচি(১৬), জেনকি হারাগুচি(৮), তাকাশি উসামি(১১), গাকু শিবাসাকি(৭), রিওতা ওশিমা(১৮)।
আক্রমন ভাগ: শিনজি ওকাজাকি(৯), ইউয়ায়া ওসাকো(১৫), ইওশিনোরি মুতো(১৩)।
কোচ: আকিরা নিশিনো
সূত্র : বাসস
এসএ/