ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

দক্ষিণাঞ্চলে উপকূলের মানুষের শুভযাত্রার অশুভ নাম মালিকদের

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:৫৫ এএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার

দক্ষিণাঞ্চলে উপকূলের মানুষের শুভযাত্রার অশুভ নাম এমভি টিপু, ফারহান কিংবা পানামা। এসব লঞ্চের মালিকের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না কেউ। একই রুটে নতুন লঞ্চের চলাচল ঠেকাতে মামলাও করেছেন কোম্পানির মালিক গোলাম কিবরিয়া টিপু। আগরপুর নেভিগেশন, পানামা শিপিং লাইন্স, হাবিবা ও ফারহান নেভিগেশনের বেশ ক’টি লঞ্চ চলাচল করে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে। এসব কোম্পানির মালিক গোলাম কিবরিয়া টিপু প্রায় এক যুগ ধরে নোয়াখালীর হাতিয়া, ভোলার বেথুয়া ও মনপুরা রুটে এককভাবে লঞ্চ পরিচালনা করেন। অন্য কেউ যাতে বে ক্রসিং-এর অনুমতি না নিতে পারে তার জন্য বেশ ক’বছর আগে ঢাকার আদালতে মামলাও করেছিলেন টিপু। এরিমধ্যে মামলা খারিজ হয়েছে। কিন্তু বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ চক্র আর পেশীশক্তির কারণে অন্য কেউ লঞ্চ চালানোর সুযোগ পাননি। মন্ত্রণালয় বলছে, সেবাখাতের ব্যবসায় একক রাজত্ব চলতে পারে না। ভুক্তভোগীদের দাবি, ভোগান্তি কমাতে ঈদের আগেই যেন হাতিয়া, বেথুয়া, চরফ্যাশন আর মনপুরা রুটে নামানো হয় নতুন লঞ্চ।