ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককের চ্যাম্পিয়ন সিমোনা হালেপ

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১০ জুন ২০১৮ রবিবার

ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককের নতুন চ্যাম্পিয়ন রোমানিয়ান তারকা সিমোনা হালেপ।

এটি তাঁর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। এরআগে, ২০১৪ ও ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন ও গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও উঠলেও শিরোপা নিশ্চিত করতে পারেননি হালেপ।   প্যারিসের রোলাঁ গাঁরোর ক্লে কোর্টে মেয়েদের এককের ফাইনালে দশম বাছাই স্লোন স্টিভেন্সকে হারিয়েছেন হালেপ। তবে, প্রথম সেটে হেরে গিয়েছিলেন ২৬ বছর বয়সী হালেপ। প্রথম সেটে স্টিভেন্স জয় নিয়ে এগিয়ে যান ৬-৩ গেমে। দ্বিতীয় সেটেই ৬-৪ গেমে জয় নিয়ে সমতায় ফিরেন শীর্ষ বাছাই হালেপ। খেলা গড়ায় তৃতীয় সেটে। আর শেষ রাউন্ডের লড়াইয়ে ৬-১ গেমে জয় নিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা সিমোনা হালেপ।