সঙ্গীতশিল্পী আসিফের জামিন আবেদন
প্রকাশিত : ১১:০৪ এএম, ১০ জুন ২০১৮ রবিবার
তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জামিনের আবেদন করেছেন তার আইনজীবী। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়েছে।
জামিন আবেদনের ওপর আজই শুনানি অনুষ্ঠিত হবে। তবে শুনানির সময় এখনও নির্ধারণ হয়নি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তাহেরা বেগম।
উল্লেখ্য, গত ৫ জুন দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করে। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলা নম্বর ১৫।
পর দিন ৬ জুন ঢাকা মহানগর হাকিম কেশব রায় উভয় পক্ষ শুনানি শেষে আসিফের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএ/