রাজধানীবাসীর ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে (ভিডিও)
প্রকাশিত : ০২:১৬ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার
শুরু হয়েছে রাজধানীবাসীর ট্রেনে ঈদযাত্রা। সময়মতোই কমলাপুর ছাড়তে পারছে যাত্রীরা। শিডিউল বিপর্যয় নেই বললেই চলে। আন্তনগর ও লোকাল মিলে প্রতিদিন ঢাকা ছাড়বে ৬৩টি ট্রেন।
যাত্রা নিরাপদ করতে অনেকটা যুদ্ধ করেই সংগ্রহ করতে হয়েছে টিকিট। এবার প্রিয়জনের কাছে যাওয়ার পালা।
ঈদযাত্রার প্রথমদিন কমলাপুর তুলনামূলক ফাঁকা। ঝক্কিঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারছে ঢাকাবাসী।
আসনে বসেই আপনজনের সান্নিধ্য পাওয়ার অনুভূতিতে বিভোর ঘুরমুখো মানুষ।
শুধু বড়রাই নয়, শিশুদের চোখেমুখেও আনন্দের ঝিলিক।
ঝামেলা এড়াতে অনেকে আগে পাঠিয়ে দিচ্ছে পরিবার-পরিজনকে।
ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত শিডিউল ঠিক রাখার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।
১৩ জুন শুরু হবে স্পেশাল সার্ভিস। প্রতিদিন চলবে নয় জোড়া ট্রেন।