পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় আগ্নেয়াস্ত্রের যোগানদাতাসহ আটক ২
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১৬ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আগ্নেয়াস্ত্রের যোগানদাতাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও জব্দ করেছে পুলিশ। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাবুল পুলিশের নজরদারিতে নেই; হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রসঙ্গও এখনও আসেনি।
মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে ভোলা ও মনির নামে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। সোমবার রাতে ভোলাকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ি মঙ্গলবার ভোরে বাকলিয়া এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। আর মনিরের আস্তানা থেকে হত্যায় ব্যবহার হওয়া একটি রিভলবার, একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
মিতু হত্যাকান্ডে এর আগে গ্রেপ্তার হওয়া ওয়াসিম ও আনোয়ার রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আর ওই জবানবন্দিতে ভোলা ও মনিরের নাম এসেছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার।
এর আগে, শুক্রবার বিকেলে মিতু হত্যায় অংশ নেয়া খুনিদের শনাক্তের দাবি করে চট্টগ্রাম পুলিশ। এরপর ঐ রাতেই রাজধানীর খিলগাঁও এলাকায় শ্বশুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে এসপি বাবুল আক্তারকে ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদের কারণ কি, বাবুল আক্তার নিজেই তার স্ত্রী হত্যার সাথে জড়িত কি-না, তা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে।
এসব প্রশ্নের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন তিনি।
মিতু হত্যায় জড়িত প্রত্যেককেই শনাক্ত করা গেছে আর তাদের গ্রেপ্তার হওয়া সময়ের ব্যপার মাত্র বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।