ফেসবুকে দেখা যাবে সংবাদ
প্রকাশিত : ১১:২৭ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৩:০২ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার
কেলেঙ্কারির পর থেকে ফেসবুক তাদের ব্যবহারকারীদের বিশ্বাস পুনঃস্থাপনের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চেষ্টার অংশ হিসেবে তারা এবিসি, সিএনএন এবং ফক্স নিউজের মাতো টিভি চ্যানেলের সংবাদমূলক অনুষ্ঠান প্রচার করবে।
ফেসবুক তাদের ‘ভিডিও সার্ভিস’ এর মাধ্যমে এই অনুষ্ঠানগুলো সম্প্রচার করবে। এরই মধ্যে ওই টিভি চ্যানেলগুলোর সঙ্গে ভিডিও সম্প্রচার নিয়ে চুক্তিও হয়েছে। সম্প্রচারের জন্য এই চ্যানেলগুলো ফেসবুকের নিজস্ব অর্থানেই তৈরি করবে। স্বাভাবিকভাবেই সেগুলো শুধু ফেসবুকে সম্প্রচারের জন্যই তৈরি করা হবে।
ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের প্রধান ক্যাম্পবেল ব্রাউন বলেন, আমরা ছয় মাস ধরে পরিমাণের চেয়ে গুণগত মানের ওপর জোর দিয়েছি।
তিনি আরোও বলেন, জনপ্রিয় সংবাদ চ্যানেল ছাড়াও অন্য সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেসবুক এবং আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে আরও কিছু ঘোষণা আসবে।
এমএইচ/ এসএইচ