এক ইটভাটা কেড়ে নিচ্ছে ৬০ বিঘা ফসলি জমি (ভিডিও)
প্রকাশিত : ১১:১৭ এএম, ১১ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার
একটি ইটভাটার কারনে জয়পুরহাট সদর উপজেলায় নষ্ট হয়ে গেছে ৬০ বিঘা জমির ধানসহ বিপুল পরিমাণ আম ও লিচু। মাঠ পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। এদিকে তদন্ত করে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
কয়েকদিন পরেই ফসল ঘরে তোলার কথা। কিন্ত ইট ভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়ে গেছে ৬০ বিঘা জমির ধান।
জয়পুরহাট সদরের রঘুনাথপুর ও বালিয়াত এলাকায় শুধু বোরো ধান নয়, ক্ষতি হয়েছে আম ও লিচু-সহ অন্যান্য ফসলেরও।
এ বিষয়ে মালিককে পাওয়া না গেলেও, ফসল নষ্টের জন্য ফায়ার কারিগরদের অদক্ষতাকে দায়ী করলেন ভাটার ম্যানেজার।
এদিকে সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে কৃষি বিভাগ।
আর কৃষকদের কাছ থেকে সরাসরি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিপুরণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
পরিবেশ ও ফসল রক্ষায় স্থায়ীভাবে ইটভাটা বন্ধের দাবী স্থানীয়দের।