কিমের চেহারা দেখে সিদ্ধান্ত নেবে ট্রাম্প
প্রকাশিত : ১১:১৮ এএম, ১১ জুন ২০১৮ সোমবার | আপডেট: ১১:১৯ এএম, ১১ জুন ২০১৮ সোমবার
কিম-ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক শুরু হতে মাত্র একদিন বাকি। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং নেতা সিঙ্গপুরে পৌঁছেছেন। বিশ্ব মিডিয়ার চোখও এখন এই দুই নেতাকে ঘিরে। কি ঘটতে যাচ্ছে তাদের মধ্যে। তাদের মধ্যে কি পরমাণ চুক্তি হবে, নাকি আরেকটি কোরীয় যুদ্ধের সূচনা হবে তা আর মাত্র কয়েক ঘণ্টা পরই জানা যাবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ঘোষণা দিয়ে রেখেছেন, কিমের চেহারা দেখে মাত্র এক মিনিটেই তিনি সিদ্ধান্ত নেবেন কিমের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছাবেন কি না। এদিকে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্টের দাবি, কিমের মুখোমুখি হওয়ামাত্র এক মিনিটেই তিনি বুঝে যাবেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সম্ভাবনা রয়েছে কি না।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ভাল কিছু ঘটতে চলেছে কি না, তা চট করেই বুঝে যাবে।’ আর এক মিনিটের মধ্যেই ট্রাম্প সিদ্ধান্ত নিবেন বলে আগাম ঘোষণা দিয়ে রেখেছেন। তাঁর বক্তব্য, ‘যদি মনে হয়, চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই, তা হলে আর সময় নষ্ট করব না। অন্যদিকে সাক্ষাৎ ফলপ্রসূ হলে কিমের ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে।’
সূত্র: এমএসএন (যুক্তরাষ্ট্র)
এমজে/