রাসিকে নির্বাচনী আমেজ (ভিডিও)
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১১ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০২:৫২ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার
তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনী আমেজ বিরাজ করছে রাজশাহী সিটি করপোরেশন এলাকায়। এরইমধ্যে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিপিবি ও জামায়াত। নির্বাচন নিয়ে উৎসাহের কমতি নেই ভোটারদের মধ্যেও।
রাজশাহী সিটি এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরইমধ্যে অনানুষ্ঠানিক প্রচার শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
নৌকার পক্ষে পুরোদমে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচিত হলে রাজশাহীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা জানান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খায়রুজ্জামান লিটন।
নির্বাচনে যাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামতে চান বিএনপির নেতারা।
গণসংযোগের পাশাপাশি নেতা-কর্মীদের সংগঠিত করার প্রস্তুতি চলছে জাতীয় পার্টিতে।
আর, নগরীর উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই মেয়র হিসেবে বেছে নিতে চায় নগরবাসী।
রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৬৪ জন।