ট্রাম্প-কিমের বৈঠকের খরচ ১৬৬ কোটি ডলার
প্রকাশিত : ১২:২০ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা সময় বাকি। আর দুই নেতা ও তাদের বহরের নিরাপত্তা, থাকা-খাওয়ার ব্যয় কত হচ্ছে জানেন? জানলে চোখ কপালে উঠার কথা কথা। দুই নেতার মাত্র কয়েক মিনিটের বৈঠকের খরচ হচ্ছে ১৬৬ কোটি ডলার।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েং লুং বলেন, দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত করতে সিঙ্গপুরের ২০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে। যার অর্ধেকই খরচ হচ্ছে নিরাপত্তা খাতে। সিঙ্গাপুর তার নিজেদের স্বার্থে এ অর্থ ব্যয় করছে বলে জানিয়েছেন লুং।
আগামী মঙ্গলবার কিম জং উন এবং ট্রাম্পের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের মাধ্যমেই এই অঞ্চলে কোরীয় যুদ্ধের আশঙ্কা দূর হবে বলেও যোগ করেন তিনি। এ ছাড়া লুং আরও বলেন, এই শান্তি ও নিরাপত্তা ফিরে আসলে শুধু কোরিয়ার-ই নয়, বরং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে বলেও জানান তিনি।
এমজে/