ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

রাঙামাটিতে বেসরকারীভাবে ভিকটিম সাপোর্ট প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার

ধর্ষনসহ বিভিন্ন সহিংসতার শিকার  অসহায় নারীদের সহায়তা দিতে সিএইচটিডিএফ-ইউএনডিপির সহায়তায় রাঙামাটিতে বেসরকারীভাবে ভিকটিম সাপোর্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা হিমায়ান্টির বাস্তবায়নে গ্রীনহীল সন্মেলন কক্ষে প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। স্ধসঢ়;ংস্থার নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা মহিলা কর্মকর্তা হোসনে আরা বেগম। এ প্রকল্পের মাধ্যমে রাঙামাটি জেলায় বিভিন্ন সহিংসতার শিকার অসহায় নারীদের আইনগত সহায়তা ও নিয়মিত কাউন্সিলিং দেয়া ছাড়াও স্বালম্বী হতে আর্থিক সহায়তা দেয়া হবে।