ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ডা: শাহাদাত

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার

বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন। মঙ্গলবার বিকেল  নগীর চৌমুহনী এলাকার একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের নিপীড়ন-নির্যাতন অব্যহত রেখেছে। বিএনপিকে নির্মুল করার ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।