প্লেয়ারস প্রোফাইল: সুয়ারেজ
প্রকাশিত : ০২:২১ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২১ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার
কামড়কাণ্ডে বিতর্কিত এক নায়কের নাম লুইস সুয়ারেজ। খেলায় যেমন গতি আছে, মেজাজেও তেমন তেজ আছে। পুরো মাঠেই আধিপত্যের সঙ্গে দৌড়ান, কখনো কখনো বাই সাইকেল ক্লিকের মোহনীয় সৌন্দর্য্যে দর্শকদের ভাসিয়ে দেন আনন্দের জোয়ারে। আজকের পর্বে থাকছে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের খেলোয়াড়ি জীবনের চিত্র।
লুইস সুয়ারেজ (উরুগুয়ে, স্ট্রাইকার)
জন্ম: ২৪ জানুয়ারি ১৯৮৭ (৩১ বছর)
উচ্চতা: ৬ ফুট
ক্লাব: বার্সেলোনা
ক্লাব ক্যারিয়ার: ২০০৩-২০০৫ পর্যন্ত উরুগুয়ের ‘ক্লাব ন্যাশনাল ডি ফুটবল’এ জুনিয়র পর্যায়ে ফুটবল খেলা সুয়ারেজ ২০০৫-০৬ মরশুম পর্যন্ত ওই ক্লাবেরই সিনিয়র ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেন৷ ২৭ ম্যাচে ১০টি গোল করেন তিনি৷ পরে ২০০৬-০৭ নেদারল্যান্ডসের গ্রোনিনজেনের হয়ে ২৯ ম্যাচে ১০টি গোল করেন৷ ২০০৭-১১ পর্যন্ত সুয়ারেজ ডাচ ক্লাব আজাক্সের হয়ে ১১০টি ম্যাচে ৮১টি গোল করেন৷ ২০১১-১৪ পর্যন্ত লিভারপুলের হয়ে ১১০টি ম্যাচে ৬৯টি গোল করেন তিনি৷ ২০১৪ থেকে এখনও পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৩০ ম্যাচে ১১০টি গোল করেছেন উরুগুয়েন স্ট্রাইকারটি৷
আন্তর্জাতিক ক্যারিয়ার: ২০০৬-০৭ উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৪ ম্যাচে দু’টি গোল করেন সুয়ারেজ৷ ২০১২ সালে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়ে ৪ ম্যাচে ৩টি গোল রয়েছে তাঁর৷ ২০০৭ থেকে এখনও পর্যন্ত উরুগুয়ের সিনিয়র দলের হয়ে ৯৮ ম্যাচে ৫১টি গোল করেন তিনি৷
ফিফা টুর্নামেন্ট: কানাডায় অনুষ্ঠিত ২০০৭ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফিফা ইভেন্টে আত্মপ্রকাশ সুয়ারেজের৷ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়৷ এখনও পর্যন্ত ৭০টি ফিফা ইভেন্টের ম্যাচে ৩৬টি গোল করেছেন তিনি৷ ৩১টি ম্যাচে জিতেছে তাঁর দল৷ ১৯টি ম্যাচ ড্র করেছে৷ হেরেছে ২০টি ম্যাচে৷
ফিফা ওয়ার্ল্ড কাপ (২০১০ ও ২০১৪): ৮ ম্যাচে ৫ গোল৷ জয়-৫, ড্র-২, হার-১
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার: ৪৮ ম্যাচে ২১ গোল৷ জয়-২০, ড্র-১৫, হার-১৩
ফিফা কনফেডারেশন কাপ (২০১৩): ৫ ম্যাচে ৩ গোল৷ জয়-২, ড্র-১, হার-২
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (২০০৭): ৪ ম্যাচে ২ গোল৷ জয়-১, ড্র-১, হার-২
ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (২০১৫): ২ ম্যাচে ৫ গোল৷ জয়-২, ড্র-০, হার-০
অলিম্পিক (২০১২): ৩ ম্যাচে ০ গোল৷ জয়-১, ড্র-০, হার-২
পুরস্কার: ২০১৫ সালে বার্সার হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন৷ সর্বোচ্চ স্কোরার হয়ে গোল্ডেন বল পুরস্কার হাতে তোলেন সুয়ারেজ৷
এমজে/