ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

প্রবল বর্ষণে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল [ভিডিও]

প্রকাশিত : ১০:২৬ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার | আপডেট: ১০:২৮ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার

চট্টগ্রামে প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর আগ্রাবাদ চৌমুহনী, প্রবর্তক মোড়, দুই নম্বর গেট ও মুরাদপুরসহ তলিয়ে গেছে বিভিন্ন এলাকা।

এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে ভূমিধসের আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। উচ্ছেদ করা হয়েছে শতাধিক বসতি।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার বিকেল থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত। ফলে প্লাবিত হয় নগরীর বিভিন্ন নিচু এলাকা।

কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে একাকার পুরো নগরী। আগ্রাবাদ -হালিশহর-সহ বিভিন্ন এলাকার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বেড়েছে ভোগান্তি। 

পানিতে তলিয়ে গেছে নগরীর বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ। জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক শিশুসহ মারা গেছে তিনজন।

অফিস আদালতসহ দৈনন্দিন কাজকর্ম সারতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এজন্য সিটি করপোরেশনকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চলছে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম।

ভূমিধসে মৃত্যুঝুঁকি এড়াতে ও তাদের পুনর্বাসনে পাহাড় মালিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি।

চট্টগ্রাম নগর ও এর আশপাশের ২৮টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে প্রায় ৭০০ পরিবার।

এসএইচ/