ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বিএসএমএমইউতে চিকিৎসা নিতে চান না খালেদা: রিজভী 

প্রকাশিত : ১২:১২ এএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:২৭ এএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে চান না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

রিজভী জানান, খালেদা জিয়া বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিরাপদ মনে করেন না বলেই তিনি সেখানে চিকিৎসা নিতে চাইছেন না। অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে তাচ্ছিল্য ও অবহেলা চলছে তাতে গভীর আশঙ্কা হয় সরকার খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মহাচক্রান্তে লিপ্ত রয়েছে। 

তিনি বলেন, দেশের জনগণ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চরম উৎকণ্ঠিত। তার চিকিৎসা নিয়ে সরকারের নোংরামি রাজনীতি করছে যা উদ্বেগ, ভয় ও বিপদের অশুভ সংকেত।

এসময় তিনি খালেদা জিয়াকে তার পছন্দানুযায়ী বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি এবং ঈদুল ফিতরের আগেই তাকে মুক্তি দেওয়ার দাবী জানান।

তিনি বলেন, আমরা বার বার ইউনাইটেড হাসপাতালে তার উন্নত চিকিৎসার দাবি করলেও তা উপেক্ষা করে সরকার তাকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলে চলছেন।

বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলা দুরভিসন্ধিমূলক ও সুপরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করে তিনি জানান, সেখানে তো সব দলবাজ চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকদের তো আগেই সেখান থেকে চাকরিচ্যুত করে বিদায় করা হয়েছে। আওয়ামী লীগের দলবাজ চিকিৎসকদের দ্বারা তার যথাযথ চিকিৎসা হবে না। কেননা তাদের ওপর খালেদা জিয়া এবং দেশের মানুষের কোনো আস্থা নেই।

এসময় তিনি ৫ জুন খালেদা জিয়া ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাকে (টিআইএ) ৫-৬ মিনিট অজ্ঞান হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের নিকটাত্মীয়রা তার সঙ্গে দেখা করে আসার পর ঘটনা আমাদের অবহিত করার পূর্বমুহূর্ত পর্যন্ত কারা কর্তৃপক্ষ নিরব নিশ্চুপ থেকেছে। আমরা গণমাধ্যমে এ বিষয়ে সোচ্চার হওয়ার পর কারা কর্তৃপক্ষ ঘটনাটি জানে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তাহলে কি বিএনপি চেয়ারপারসনের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিতেই কারা কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন?

এমএইচ/এসি