ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৩ এএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ি লেন এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৭৫০ পিস ইয়াবা, ৩টি গুলির খোসা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন– রনি মিয়া (৩০) ও আনোয়ার হোসেন ওরফে আনার (৩৮)। রনি শহরের কৃস্টপুর এলাকার মামুন মিয়ার ছেলে এবং আনার শহরের বাঁশবাড়ি কলোনির সিরাজ আলীর ছেলে। নিহতদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আশিকুর রহমান জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ি লেন এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে কয়েকজন মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে রনি ও আনারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একে//