ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কার্লার ছাডা়ই স্টাইল করুন চুল

প্রকাশিত : ১০:৫২ এএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

নিত্যদিনের ব্যস্ততার মধ্যে নিজের যত্ন নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে৷ তবে এরই মাঝে পার্টি, বিয়েবাড়ি, সেলিব্রেশন তো থাকেই৷ এসবের সময় এলেই চুল হয়ে ওঠে গুরত্বপূর্ণ জিনিস৷ রোদের প্রখর রশ্মিতে কমবেশি সব মেয়েদেরই চুল খারাপ হয়৷ তারওপর কোনও অনুষ্ঠানে যেতে গেলে চুলে হিট দিয়ে স্টাইল করতেও বেশ সমস্যা হয়৷ কারণ ইলেকট্রিক হিটে চুল আরও বেশি নষ্ট হয়৷

স্ট্রেট চুল ছাড়া অনেকেরই কার্লি হেয়ার বেশ পছন্দের৷  বাড়িতেই আপনি চুল কার্ল করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে৷ তবে এক্কেবারে হিট ছাডা়৷ কার্লার ছাড়াই কার্ল করতে পারবেন আপনি নিজেই৷ তবে পদ্ধতি গুলি একটু সময়সাপেক্ষ৷ স্টাইল করতে গেলে সময় তো লাগেই৷

১) রাতে শুতে যাওয়ার আগে পুরো চুলের এক একটি ভাগ নিয়ে বিনুনি করে ফেলুন৷ প্রায় ১০-১২ টা ভাগ করে বিনুনি করতে হবে৷ বিনুনিগুলো বেশ টাইট করে করবেন যাতে আলগা না হয়ে যায়৷ সারারাত রেখে দেওয়ার পর, পরের দিন সকালে বিনুনি খুলে ফেলুন৷ চুল খুলতেই পেয়ে যাবেন ছোট ছোট ডিপ কার্লস৷ যেকোন রকমের মুখের শেপেই এই স্টাইল মানানসই৷

 

২) প্রথমে চুলের একটি সেকশন নিয়ে পুরো চুলটা পাকিয়ে ফেলুন, অর্থাৎ ট্যুইস্ট করুন৷ পুরোটা করে একটা ছোট্ট খোঁপা করে ফেলুন৷ বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর, খুলে ফেলুন৷ স্পাইরালের মতো কার্লস পেয়ে যাবেন আপনি৷ এই কার্লসগুলি দীর্ঘস্থায়ী৷

৩) আবারও চুলের একটা ভাগ নিয়ে নিজের দুটো আঙুলের মধ্যে চুলটাকে জড়াতে থাকুন৷ ধীরে ধীরে চুলটা জড়ানো হয়ে গেলে একটা লম্বা শরু ক্লিপ দিয়ে আটকে রাখুন৷ এক-দুই ঘন্টা রাখার পর চুলটা খুলে ফেলুন৷ এই পদ্ধতিতে আপনি সফ্ট কার্লস পেয়ে যাবেন৷

৪) এবারের পদ্ধতিটা স্ট্র দিয়ে৷ কোল্ড ড্রিঙ্ক খাওয়ার স্ট্রতে গোটা চুলটা জড়িয়ে নিন৷ স্ট্রয়ের মাঝখানের জায়গাটাতেই একমাত্র জড়াবেন৷ তারপর স্ট্রয়ের সাইডগুলোকে ফোল্ড করে ববি পিন বা গার্ডার দিয়ে আটকে দিন৷ কয়েক ঘন্টা রেখথে খুলে ফেলুন৷

৫) বড়ো হেয়ারব্যান্ড নিয়ে মাথার ওপরে পরে নিন৷ চুলগুলোকে হেয়ারব্যান্ডের নীচেই রাখবেন৷ তারপর এক একটা ভাগ নিয়ে হেয়ারব্যান্ডে আসতে আসতে জড়াতে থাকুন৷ এক রাত রেখে দিয়ে পরের দিন খুলে ফেলুন৷ এই পদ্ধতিতে আপনি ন্যাচারাল কার্লস পেয়ে যাবেন৷

সূত্র : জিনিউজ।

টিআর/ এআর