ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

৩৭তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে বিকালে

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:০৯ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আজ মঙ্গলবার বিকালে হতে পারে। ফল প্রকাশের বিষয়ে  জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

তিন মাস আগে ৩৭ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ৩৬তম বিসিএসের নন–ক্যাডারদের মধ্য থেকে অপেক্ষমাণ ২৩ জনকে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়। এরমধ্য দিয়ে ৩৬তম বিসিএসের কার্যক্রম শেষ ঘোষণা করেছে পিএসসি।

এখন ৩৭তম বিসিএসের ফল ঘোষণায় অপেক্ষায় চাকরিপ্রার্থীরা। ঈদের আগেই সেই অপেক্ষার ইতি ঘটতে যাচ্ছেন এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পিএসসি চেয়ারম্যান ড. মো. সাদিক। ওই সময় তিনি বলেছিলেন, ঈদুল ফিতরের আগেই ৩৭ তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে। সেই লক্ষ্যে প্রস্তুতি পুরোদমে চলছে।

বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরে নিয়োগ পেতে প্রার্থীদের একটা দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। এ সময় তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাই-বাছাই হয়। সব পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন পাওয়া সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করে। এরপর নিয়োগপ্রাপ্তদের পদায়ন করা হয়।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

 টিআর/