বাতিস্তুতার ‘নাম্বার নাইন’ হিগুয়াইন
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৫৩ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
খেলোয়াড়ি জীবনে ছিলেন আর্জেন্টিনার নাম্বার নাইন। দেশের হয়ে করেছেন গোলের পর গোল। তার শূন্যস্থানে গনজালো হিগুয়াইনকে উপযুক্ত বলে মনে করছেন ‘বাতিগোল’ খ্যাত আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সি গায়ে ৫৪ গোল করা বাতিস্তুতা বলেন, ‘আমাদের একমাত্র নাম্বার নাইন যে হল হিগুয়াইন। একজন নাম্বার নাইনের যে দক্ষতাটা অবশ্যই প্রয়োজন তা হচ্ছে সতীর্থদের সঙ্গে খাপ খাইয়ে নেয়া। নাম্বার নাইন গোল করতে চায়। কিন্তু সবার আগে সে যেটা চায় তা হচ্ছে তার দলের জয়। তার (হিগুয়াইন) শুধু ভাগ্যেরই অভাব ছিল।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘যদি আমরা ভাবি, চ্যাম্পিয়ন না হওয়াটা ব্যর্থতা, তাহলে আমরা ভুল ভাবছি। আমরা মেশিন নই। ২০০২ বিশ্বকাপেও আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। বিশ্বকাপ সবসময় সেরা দলগুলো জেতে না।’
ফুরফুরে মেজাজে রোনাল্ডো
রাশিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছেন ফুরফুরে মেজাজে। পর্তুগাল তাদের শিবির করেছে মস্কোয়। রোববার প্রথমদিনের অনুশীলনে পর্তুগিজ অধিনায়ক কখনও বল পায়ে সতীর্থদের কাটিয়ে গোল করলেন। কখনওবা তাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন। গ্রুপ ছবি নেয়ার সময় ফটোগ্রাফারকে জিভ বের করে ভেংচিও কাটলেন রোনাল্ডো। রাশিয়ায় প্রথমদিনের অনুশীলনে সিআর সেভেন বুঝিয়ে দিলেন, বিশ্বকাপ লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৫ জুন, স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। যে ম্যাচে রিয়াল মাদ্রিদের সতীর্থদের সঙ্গে লড়াইয়ে নামতে হবে রোনাল্ডোকে।
বিশ্বকাপ শিবির চলার পাশাপাশি রোনাল্ডোকে নিয়ে উঠে আসছে রিয়াল মাদ্রিদ প্রসঙ্গও। প্রশ্ন হল, রোনাল্ডো কি রিয়ালে থাকবেন? পর্তুগালের এক সংবাদপত্র ইতিমধ্যেই জানিয়েছে, রিয়াল ছাড়ার ব্যাপারে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। এরই মাঝে আবার খবর ছড়িয়েছে, রিয়াল নাকি রোনাল্ডোর বেতন বাড়িয়ে দিতে চলেছে। তাই রোনাল্ডো মানে এখন শুধু বিশ্বকাপ নয়, ক্লাব ফুটবলও।
‘অস্ট্রিয়া কুস্তি খেলেছে’
অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রোববার ৩-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচ জিতলেও প্রতিপক্ষের কৌশল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজি ফরোয়ার্ড বলছেন, অস্ট্রিয়া হাত-পা চালিয়ে খেলেছে। আহত হতে পারতেন তার সতীর্থরা। ফরাসি লিগ ওয়ানে গত ফেব্রুয়ারিতে মারাত্মক চোটে পড়েন নেইমার। চোট সারাতে অস্ত্রোপচার করাতে হয়েছে পায়ে। তিন মাসের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফেরেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ফিরেই করেছেন গোল। দারুণ এক গোল করেছেন অস্ট্রিয়ার বিপক্ষেও।
ম্যাচে একাধিকবার ফাউলের শিকার হয়েছেন নেইমার। খেলা শুরু হওয়ার তিন মিনিটে তার চোটাক্রান্ত পায়ে ফাউল করেন অস্ট্রিয়া অধিনায়ক ইউলিয়ান বাউমগার্টলিঙ্গার। জয় পেলেও তাই সুস্থ অবস্থায় ম্যাচ শেষ করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নেইমার। কথায় মিশে থাকল অস্ট্রিয়ার প্রতি কটাক্ষও, ‘আমরা জানতাম আমাদের সঙ্গে ইউএফসি (মিক্স মার্শাল আর্টের একটি প্রতিযোগিতা) খেলা হবে। তবে এটা ভালো যে কেউ আহত হয়নি।
টিআর/এসি