আজ পবিত্র লাইলাতুল কদর (ভিডিও)
প্রকাশিত : ১০:২১ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৪৪ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
পবিত্র লাইলাতুল কদর আজ। মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন রাত। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীতে মুশগুল ধর্মপ্রান মুসলমানরা। এই রাতে পবিত্র কোরান শরীফ অবতীর্ন হয়। আল্লাহ ঘোষণা দিয়েছেন মহিমান্বিত এই রাতের ইবাদত, এক হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম।
রমজান মাসের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোর মধ্যেই যেকোনো একটি রাত হতে পারে লাইতুল কদরের রজনী। এই রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে বিবেচনা করেন আলেম-ওলামারা।
এই রাতকে ঘিরে ধর্মপ্রান মুসলমানরা মসজিদে রাতভর নফল নামাজ, জিকির-আসগারে আল্লাহ’র শোকরিয়া আদায় করবেন মুসুল্লিরা।
মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিলো ধর্মপ্রান মুসুল্লিদের ভীড়। রাতভর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় মুশগুল ছিলো।
মহিমান্¦িত এই রাতে আল্লাহ রাব্বুল আলামীন মুসলিম জাহানে শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমন প্রত্যাশা মুসুল্লিদের।