ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘ভারতে পাক গুলিতে ৪ বিএসএফ জওয়ান নিহত’

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১০:৫৭ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার

ভারতের জম্মুর সাম্বা জেলায় প্রবল গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাক গুলিতে বিএসএফের এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টসহ ৪ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জওয়ান। খবর ভারতীয় গণমাধ্যম জিনিউজের।

মঙ্গলবার রাত সাড়ে দশটা ভোর সাড়ে চারটা প‌র্যন্ত জেলার চাম্বিলাল সেক্টরে গোলাগুলির এ ঘটনা ঘটে।

এক সপ্তাহ আগেই দু’দেশের ডিজিএমও প‌র্যায়ে বৈঠক হয়। সেখানে ঠিক হয় ২০০৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তি দু’দেশই মেনে চলবে। তার পরই এরকম হামলার ঘটনা ঘটলো।

বিএসএফের ইনস্পেক্টর জেনারেল রাম অবতার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে পাক রেঞ্জাররা রামগড়ে প্রবল গোলগুলি চালায়। ওই গুলিতে মৃত্যু হয়েছে ৪ বিএসএফ জওয়ানের। মারাত্মক জখম হয়েছেন আরও ৩ জওয়ান।

উল্লেখ্য, ভারতের অভিযোগ, চলতি বছর মোট ১ হাজার বার সংঘর্ষ চুক্তি ভেঙে গুলি চালায় পাকিস্তান। গত ২ জুন জম্মুতে আন্তর্জাতিক সীমানা বরাবর গুলি চালায় পাক রেঞ্জাররা। ওই গুলিতে মত্যু হয় ২ বিএসএফ জওয়ানের। একইসঙ্গে আখনুরের কানাচক ও খোর সেক্টরে প্রবল গোলাগুলি চলে। এতে আহত হন ১০ জন।

সূত্র: জিনিউজ

একে/