ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া সড়কের বেহাল দশা (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার
৪ বছরেও ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়ার ২২ কিলোমিটার সড়কের বেশিরভাগই সংস্কার শেষ করতে পারেনি এলজিইডি। ফলে ঈদে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হবে আশঙ্কা করা হচ্ছে। এনিয়ে ক্ষোভ ও হতাশা জানিয়েছেন নানা শ্রেনী পেশার মানুষ।
তারাকান্দা- ধোবাউড়া সড়কের বেশিরভাগই এরকম খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা। সড়কের ইট সুরকি উঠে গেছে অনেক আগেই। বেহাল দশার এই সড়কে যানবাহন চলছে ঝুকি নিয়ে। সড়কের ওপর বিকলও হচ্ছে যানবাহন। গন্তব্যে পৌছাতে যাত্রীদের বেশি সময় লাগার পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।
অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারনেই সড়কের এমন বেহাল দশা। এ নিয়ে ক্ষুব্ধ ময়মনসিংহের নাগরিক নেতারাও। আর হতাশ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা।
গত চার বছর ধরে চলছে উন্নয়ন কাজ। সময় মতো সড়কের কাজ শেষ করতে না পারার কথা স্বীকার করে এলজিইডির স্থানীয় এই কর্মকর্তা দায় চাপালেন ঠিকাদারের উপর।
তারাকান্দা-ধোবাউড়ার ২২ কিলোমিটার সড়কের মধ্যে ১৫ কিলোমিটারের বেশি সড়কের মেরামত ও উন্নয়নে আলাদা ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করার কথা বলা হলেও মেরামত ও সংস্কারের কাজ চোখে পড়েনি।