পারাপার নির্বিঘ্ন রাখতে নৌরুটে বিশেষ ব্যবস্থা (ভিডিও)
প্রকাশিত : ১১:০৪ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার
ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘœ রাখতে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট গুলোতে গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা করেছে বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ, আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ পারাপারে নিষেধাজ্ঞার পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় এসব সভায়।
ঈদে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘœ রাখতে বিশেষ সভা করে মানিকগঞ্জ জেলা প্রশাসক, সড়ক ও জনপদ বিভাগ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সভায়, ঈদে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল নিশ্চিত করা, সিরিয়াল প্রদানে অনিয়ম দুর করা, ঢাকা-আরিচা সড়কে যানবাহনের নিয়ন্ত্রিত চলাচল, নিরাপত্তা, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন ও চাঁদাবাজি বন্ধসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।
ঈদের ৭ দিন আগে এই রুটে থেকে ১৯টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত এবং ফিটনেসসহ ৩৩টি লঞ্চ সচল রাখার কথা জানানো হয়।
এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মহাসড়কে ৬ লেনের কাজ চলতে থাকায় সড়ক পথে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।