ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

প্রাসাদ ছেড়ে আত্মগোপনে টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা (ভিডিও)

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০২:০৩ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন কক্সবাজার টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা। ইয়াবা বিক্রির টাকায় গড়ে তোলা স্বপ্নের প্রাসাদ ছেড়ে তারা এখন আত্মগোপনে। এসব বাড়ি এখন খালি পড়ে রয়েছে; দরজায় ঝুলছে তালা।

মিয়ানমার সীমান্ত দিয়ে আসা ইয়াবা ব্যবসার টাকায় গড়ে উঠেছে কক্সবাজারের টেকনাফের এই প্রাসাদসম বাড়িগুলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা পাচারকারিদের মধ্যে নাজিরপাড়া গ্রামের আব্দুর রহমান , মৌলভী পাড়ার জিয়াউর রহমান , লেদা গ্রামের নুরুল হুদা শীলবনিয়া গ্রামের সাইফুল, পৌর এলাকার আব্দু শুক্কুর , নাজিরপাড়া গ্রামের একরাম হোসেন, চৌধুরী পাড়ার মজিবুর রহমান, মং মং সিংসহ অর্ধশতাধিক পাচারকারি  এসব বাড়ির মালিক।

মাদকবিরোধী অভিযান শুরুর পর পালিয়ে গেছেন এসব বাড়ির বাসিন্দারা; পড়ে আছে খালি।

পুলিশ জানায়, কৌশল পাল্টে পালিয়ে গেলেও অপরাধীরা ছাড় পাবে  না।

আর বিজিবি বলছে, সীমান্ত পেরিয়ে গডফাদাররা যেন পালাতে না পারে, সে বিষয়ে সতর্ক তারা।

চলমান মাদকবিরোধী অভিযানে কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৫ জন ব্যবসায়ী নিহত হয়েছে। অভিযান আরো জোরদার করার দাবি স্থানীয়দের।