ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষনা

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষনা দিয়েছে ইরান।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথে টেলিফোন আলাপে একথা জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। বলেন, সেনা প্রত্যাহার করার মতো সময় এখনো আসেনি। এসময় ২০১৫ সালে করা পরমানু চুক্তির বিষয়ে আলোচনা করেন তারা। ফোনালাপে ইরানের প্রতি ইউরোপ ও চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন ম্যাখোঁ। এদিকে, পরমানু ইস্যু নিয়ে ইরানের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ প্রয়োগ প্রত্যাশার চেয়ে বেশি কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েল।