কুমিল্লার গোমতী নদীর মাটি নিয়ে অবৈধ ব্যবসা
প্রকাশিত : ০৯:২৬ এএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৬ এএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার
কুমিল্লার গোমতী নদীর মাটি নিয়ে অবৈধ ব্যবসা করছে কিছু প্রভাবশালী কু-চক্রী মহল। এতে হুমকিতে পড়েছে গোমতীর বাঁধ। কিন্তু নদীর মাটিকাটার মহোউৎসব বন্ধ না হলে বর্ষা মৌসুমে ঝুঁকিতে পড়বে কুমিল্লা নগরী। গোমতীর বাঁধ সুরক্ষায় মাটিকাটা বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।
কুমিল্লার সদর উপজেলার আমড়াতলী, আলেখারচর, আমতলি, পালপাড়া এলাকায় গোমতী নদীর দুই তীরে চলছে মাটি কাটার প্রতিযোগিতা। ফলে নদীর দু’পাশে, যেখানে একসময় সবুজ ফসলের বিস্তীর্ন মাঠ দেখা যেত, তা এখন খানা খন্দ আর গর্তে ভরা মাটির রাস্তায় পরিণত হয়েছে। বাঁধ কেটে অবৈধ মাটি ব্যবসায়ীরা তৈরী করেছে রাস্তা। ফলে হুমকির মুখে পড়েছে বাঁধ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এব্যাপারে উদাসীন।
তবে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়েও পানি উন্নয়ন বোর্ড আগেও বন্ধ করতে পারেনি মাটিকাটা। শুধু নদী নয়, পরিবেশের জন্য এটি ক্ষতিকর বলে জানান, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা।
তবে জেলা প্রশাসক জানান, অভিযান শুরু হয়েছে। শিগগিরই মাটিকাটা বন্ধের আশ্বাসও দেন তিনি।
শহরের অদূরে গোমতীর বাধ হতে পারে আকর্ষনীয় পর্যটন এলাকা। কিন্তু এভাবে মাটিকাটা অব্যাহত, থাকলে নদী হারাবে তার চিরচেনা রূপসৌন্দর্য, এমনকি বদলে যেতে পারে গতিপথও।