রাশিয়া বিশ্বকাপ: কম্পিউটার বলে দিচ্ছে পরের রাউন্ডে যাবে কারা
প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামীকাল বৃহস্পতিবার থেকে গোটা বিশ্বের চোখ থাকবে রাশিয়ায় ১২টি ভেন্যুতে। ফুটবল প্রেমীদের মনে নানা উত্তেজনা বিরাজ করছে। বিশ্বকাপ মানেই অনিশ্চিত কিছু। আর এটাই তো বিশ্বকাপের মজা। বড় দলগুলো যে জিতবেই, এমনটা বাজি ধরে বলা খুব কঠিন। ভবিষ্যদ্বাণী করা কঠিন বলেই যারা ঠিকঠাক করে ফেলতে পারে, তাদের কদর আলাদা।
এবারের বিশ্বকাপের ফলাফল গণনায় থাকছে এক খ্যাতিমান গণিতবিদের বানানো প্রযুক্তি। রাশিয়া কোন গ্রুপের কোন দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, কোন দল রানার্স হবে- এরই মধ্যে ভবিষ্যদ্বাণী করেছে তার বানানো ‘সকারবট মডেল’। ফুটবল-সংক্রান্ত বাজিতে এই সকারবট মডেল নাকি এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছে। এটি নির্মাণ করেছেন গণিতজ্ঞ ডেভিড সাম্পটার।
চলুন সকারবট মডেলের মতে এবারের ৩২ দলের কোন ১৬টি দল গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে দেখে নিই
গ্রুপ ‘এ’
উরুগুয়ে=-১১০
রাশিয়া= +১৬০
মিসর= +৫০০
সৌদি আরব= +৪০০০
গ্রুপ ‘বি’
স্পেন=-২২০
পর্তুগাল= +২২০
মরক্কো= +১৬০০
ইরান= +৪০০০
গ্রুপ ‘সি’
ফ্রান্স-৪২৫
ডেনমার্ক= +৫৫০
পেরু= +১০০০
অস্ট্রেলিয়া= +২০০০
গ্রুপ ‘ডি’
আর্জেন্টিনা=-২২০
ক্রোয়েশিয়া= +২৫০
নাইজেরিয়া= +১২০০
আইসল্যান্ড= +১২০০
গ্রুপ ‘ই’
ব্রাজিল-৪৫০
সুইজারল্যান্ড= =৭০০
সার্বিয়া= +৮০০
কোস্টারিকা= +২০০০
গ্রুপ ‘এফ’
জার্মানি =-৩২৫
মেক্সিকো= = +৫০০
সুইডেন= +৭০০
দক্ষিণ কোরিয়া= +২০০০
গ্রুপ ‘জি’
বেলজিয়াম=-১৪০
ইংল্যান্ড= +১২০
তিউনিশিয়া= +২২০০
পানামা= +৪০০০
গ্রুপ ‘এইচ’
কলম্বিয়া= +১২০
পোল্যান্ড= +১৮০
সেনেগাল= +৫০০
জাপান= +৭০০
সূত্র: সিবিএসস্পোর্টস ডটকম
একে//