ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

প্রযুক্তির প্রভাবে হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড

প্রকাশিত : ০৯:৩১ এএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩১ এএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম আর প্রযুক্তির প্রভাবে হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড। ব্যক্তিপর্যায়ে চাহিদা শেষ হয়েছে বছর পাঁচেক আগে, এখন শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ভর ব্যবসা করছে ঈদ কার্ড প্রস্তুতকারক কোম্পানীগুলো। ব্যবসায়ীরা বলছেন, ধরনে স্বতন্ত্রতা আর আকর্ষনীয় বিষয়গুলো যুক্ত করতে পারলে আবারো ঈদ কার্ডের প্রতি আগ্রহ তৈরী হবে সাধারন মানুষের। একটা সময় ছিল যখন মধ্য রোজা থেকেই ঈদ কার্ড কেনার ধুম পড়ে যেত। শুভেচ্ছা জানানোর এই প্রক্রিয়ার সাথে কেবল তরুন-তরুনী নয়, সামিল হতেন সব বয়সী মানুষ। ঈদের ঠিক আগ মুর্হূতে ছড়িয়ে যেত সেই ঈদ কার্ড হাত থেকে হাতে। পাল্টেছে সময়। এখন ঈদ কার্ড নয়, সবাই শুভেচ্ছা জানানোর কাজটি সেরে নিচ্ছেন মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেকারনে ঈদ কার্ডের একক ক্রেতার সংখ্যা এখন শূণ্যের কোঠায়। তবে কমবেশী বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যারা নিজের কর্মীদের পাশাপাশি অনান্য প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছা জানাতেই ব্যবহার করছে ঈদ কার্ড। ব্যবসায়ীরা বলছেন; সৃজনশীলতা আর মননশৈলীর ছাপের সাথে যদি আধুনিকতার প্রলেপ জোড়ানো যায়, আবারো সচল হয়ে উঠতে পারে ঈদ কার্ডের প্রচলন।