বিশ্বকাপ শুরুর আগে স্পেনের কোচ বহিষ্কার
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১২:০২ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
বিশ্বকাপ শুরুর আগের দিন কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ৫১ বছর বয়সী এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তির খবর দেয় রিয়াল মাদ্রিদ। এর পরদিনই লোপেতেগিকে ছাঁটাই করল দেশটি।
স্পেনের ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) কিছু না জানিয়েই রিয়ালের সঙ্গে যোগাযোগ করেন লোপেতেগি। আর এ কারণ দেখিয়েই তাকে বরখাস্ত করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ। আর শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।`বি` গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো ইরান।
রিয়াল মাদ্রিদ মূল দলের হয়ে একটি ম্যাচ খেলা লোপেতেগি ২০০৩ সালে স্পেন অনূর্ধ্ব-১৭ দলের সহাকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পোর্তোয় যাওয়ার আগে স্পেন অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের কোচিং করান।
৫১ বছর বয়সী এই কোচের অধীনে এখন পর্যন্ত হারেনি স্পেন। ২০ ম্যাচ খেলে ১৪টি জিতেছে তারা, বাকি ৬টি ড্র।
তথ্যসূত্র: বিবিসি।
এসএইচ/