শেষ কর্মদিবসে রাজধানীর ব্যাংক গুলোতে টাকার জন্য লম্বা লাইন
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৭ পিএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার
ঈদের আগে শেষ কর্মদিবসে নগদ টাকার জন্য লম্বা লাইন ছিলো রাজধানীর ব্যাংক গুলোতে। বেতন-বোনাসের পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনেও ব্যাংকে ভিড় করেছেন সবাই। তবে, নগদ টাকার সঙ্কট না থাকায় স্বাভাবিক ছিলো কল মানি রেট।
ঈদের আগে শেষ কর্মদিবসে নগদ টাকার জন্য মতিঝিলে একটি বাণিজ্যিক ব্যাংকে গ্রাহকের এমন দীর্ঘ লাইন।
তবে, ব্যাংকের লম্বা লাইন এড়াতে অনেকেই বেছে নেন এটিএম বুথ। কিন্তু, সেখানেও অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময়।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের তুলনায় চার থেকে পাঁচগুণ লেনদেন হয় এই এক দিনে। তবে, আগে থেকে প্রস্তুতি থাকায় বেশিরভাগ ব্যাংককেই কল মানি জোগাড় করতে হয়নি।
বৃহস্পতিবার সাড়ে তিন থেকে চার শতাংশের মধ্যে উঠানামা করেছে কল মানির সুদের হার।