জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের লাল পতাকা বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৫:২১ পিএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২১ পিএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার
অবিলম্বে গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠানে বেতন বোনাস পরিশোধ করা এবং সরকারের নির্দেশ অমান্যকারী কারখানা মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবীতে লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনের এই কর্মসূচিতে বক্তারা দাবী করেন প্রায় অর্ধেকেরও বেশী গার্মেন্টস কারখানা মালিকরা সরকারী নির্দেশ অনুযায়ী ২৬জুনের মধ্যে বেতন ও বোনাস পরিশোধ করেনি । গার্মেন্টস শ্রমিকদের বেতন বঞ্চিত করে রাখা শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অমান্যের শামিল বলে মন্তব্য করেন বক্তারা । আইন অমান্যকারী কারখানা মালিকদের শাস্তির দাবী জানান তারা । বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয় ।