ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

আগমীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি, আজই শেষ অফিস করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৬ পিএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার

আগমীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। তাই ঈদের আগে আজই শেষ অফিস করছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল থেকেই সচিবালয়, আদালতপাড়া, ব্যাংকপাড়াসহ বিভিন্ন অফিস-আদালতে দেখা গেছে ছুটির আমেজ। ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতেই ব্যস্ত সবাই। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার লাইলাতুল কদরের ছুটি। আর সোমবারও ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে সরকার। সবমিলিয়ে এবার প্রায় ৯ দিনের ছুটি পাচ্ছে সরকারি-বেসরকারি অফিসগুলো। তবে বরাবরের মতো এবারও জরুরি সেনাদানকারী বিভাগে কর্মরতদের অনেকেই পাচ্ছেন না ছুটি। চাঁদের হিসাব অনুযায়ী, আগামী ৬ বা ৭ জুন হতে পারে ঈদুল ফিতর। এদিকে যানজট এড়াতে আর আগে-ভাগে বাড়ি ফিরতে বাস-ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতেও ভীড় করতে শুরু করছেন ঘরমুখো মানুষ।