পতিতা ও প্রেমের গল্প ‘গিভ অ্যান্ড টেক’
প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া এক তরুণীকে নিষিদ্ধ জগত থেকে প্রেমিকের ফিরিয়ে আনার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিভ অ্যান্ড টেক’।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এবং বাপ্পি খানের পরিচালনায় ঈদের জন্য নির্মাণ করা হয়েছে এটি। স্বল্পদৈর্ঘ্যটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আলী নূর জয়। তার বিপরীতে আছেন আলভিয়া।
১৭ মিনিটের চলচ্চিত্রটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। এতে ব্যবহৃত একটি গানে কণ্ঠ দিয়েছেন হাসান মাহাদি।
ঈদের দিন টিএস নূর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে জয় বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চলচ্চিত্রটিতে অভিনয় করেছি। আমার চরিত্রটি এমন, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর আমি জানতে পারি আমার প্রেমিকা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া এক ভাগ্যহত তরুণী। এ সত্য উন্মোচনের পরও আমি তার দিকে হাত বাড়িয়ে দেই। সুন্দর জীবনে তাকে ফিরিয়ে আনি।’
এসএ/