ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দেড়শতাধিক গ্রাম প্লাবিত, কয়েক হাজার মানুষ পানিবন্দী

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

মৌলভীবাজার, হবিগঞ্জ ও ফেনীতে দেড়শতাধিক গ্রাম প্লাবিত রয়েছে। পানিবন্দী রয়েছে কয়েক হাজার মানুষ। 

মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলউড়া ও রাজনগরের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ৫০ হাজার মানুষ এখনও পনিবন্দী। লোকজন আশ্রয় নিয়েছে বেড়িবাধ, স্কুল, কলেজ ও উচু স্থানে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে নদীতে পানি বাড়তে থাকে। এতে শহররক্ষা বাঁধের ঝুকিপূর্ণ স্থানগুলো হুমকির মুখে পড়েছে। ফেনীর ফুলগাজীসহ পরশুরাম উপজেলার ১০টি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে ১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে দুই উপজেলায় প্রায় ১২’শ পরিবারের পানিবন্দি হয়ে রয়েছে।