বিশ্বকাপ ফুটবলে রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ
প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
অপেক্ষার প্রহর শেষ। এবার মাঠের লড়াই। এ গ্র“পে থাকা স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ বিশ্বকাপ ফুটবল।
রাজধানী মস্কোর লুঝিনিকি স্টেডিয়ামে একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এবারের বিশ্বকাপে অনেকেরই নজর রাশিয়ার প্রতি। সে কারণেই উদ্বোধনী ম্যাচটি যেন মর্যাদার লড়াই। র্যাঙ্কিয়ে সৌদি আরব থেকে ৩ ধাপ পিছিয়ে থাকা রাশিয়ার প্রত্যাশা সূচনাতেই জয়। ২০০৬ সালের পর আবারো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ৫৭ রম্বরে থাকা সৌদি আরব। দলের ৯জন খেলোয়াড় স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেন। যা রাশিয়ার বিপক্ষে জয়ের জন্য বাড়তি শক্তি হিসেবেই দেখছে দলটি। উদ্বোধনী ম্যাচের প্রধান রেফারি আর্জেন্টিনার নেস্তর পিতানা।