মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল সেই গর্ভবতী গাভী
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
সীমান্ত অতিক্রম করে সার্বিয়ায় ঢুকে পড়েছিলো পেনকা নামের একটি গাভী। আর তাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন অমান্য করায় গাভীটিকে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছিলেন বুলগেরিয়ার কর্মকর্তারা।
তবে গত সোমবার মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গর্ভবতী গাভী পেনকাকে।
এর আগে পশুটির মৃত্যুদণ্ডের কথা বলায় প্রতিবাদ শুরু করে পশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো।
পল ম্যাককার্টনি নামের এক ব্যক্তি পাঁচ বছর বয়সী গাভীটি রক্ষার জন্য গণসমর্থনের আয়োজন করে একটি অনলাইন পিটিশন দায়ের করে। পরে গাভীর মালিক ইভান হারালামপিয়েভের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়া থেকে ফেরত পাঠানো হয়। গাভীটির বিরুদ্ধে অভিযোগ ছিল, বুলগেরিয়ার কোপিলোভৎস গ্রামের কাছে সে দলছুট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশ সার্বিয়ায় চলে যায়।
উল্লেখ্য, ইউরোপীয় কমিশনভুক্ত দেশে গরু বা জন্তু-জানোয়ার নিয়ে ঢোকার সময় ইইউ অনুমোদিত সীমান্ত পর্যবেক্ষণ ফাঁড়িতে কাগজপত্র দেখানোর নিয়র রয়েছে। এছাড়াও গরুর সুস্থতার প্রমাণও দেখাতে হয়।
সূত্র: রয়টার্স
একে//