ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শেষ মুহূর্তে সেমাই চিনি নিয়ে ব্যস্ততা [ভিডিও]

প্রকাশিত : ১০:২০ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

ঈদে সেমাই ছাড়া অতিথি আপ্যায়ন কল্পনাই করা যায় না। তাই আনন্দের দিনটি যতই ঘনিয়ে আসছে, ততোই ভিড় বাড়ছে সেমাইয়ের দোকানে। সবখানেই বেচাকেনার ধুম।  

চট্টগ্রামে শেষ পর্যায়ে ঈদের কেনাকাটা। এখন চলছে সেমাই-চিনি, মসলাপাতি ও আনুষঙ্গিক উপকরণ সংগ্রহ। অন্য বছরের তুলনায় দামও স্থিতিশীল।  

বিভিন্ন ব্র্যান্ডের প্রতি কেজি লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে দুইশ থেকে এক হাজার টাকায়। ঘি, চিনি, কিশমিশ, নুডুলস, বাদাম, পোলাওয়ের চাল ও মসলা কিনতেও ব্যস্ত বন্দরনগরীর মানুষ।

এলাচ ও জিরা কেজিতে ১০০ টাকা বাড়লেও, বেশিরভাগ পণ্যের বাজারই স্বাভাবিক আছে।

অতিরিক্ত চাহিদার কারণে গরুর মাংস কেজিতে ৫০, আর মুরগির দাম বেড়েছে ২০ টাকা।

বৃষ্টিতে বেচাবিক্রি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান চট্টগ্রামের দোকানিরা।   

ভিডিও: 

এসি