রাশিয়া বনাম সৌদি আরবের ‘ম্যাচ ফ্যাক্ট’
প্রকাশিত : ১১:২৬ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
অপেক্ষার প্রহর শেষ করে শুরু হলো ফিফা রাশিয়া বিশ্বকাপ-২০১৮। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ালো গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। গ্রুপ-এ এর প্রথম এই খেলায় সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া।
ফুটবল পাগল পাঠকদের জন্য বিশ্বকাপ আসর উপলক্ষ্যে প্রতি ম্যাচের পর ‘ম্যাচ ফ্যাক্ট’ এর আয়োজন থাকছে ইটিভি অনলাইনে। আজকের ম্যাচের ম্যাচ ফ্যাক্ট পাচ্ছেন এখানে।
ম্যাচ ফ্যাক্ট
রাশিয়া |
বিষয় |
সৌদি আরব |
৫ |
গোল |
০ |
১৬ |
আক্রমণ |
৯ |
৭ |
অন টার্গেট |
০ |
৩ |
আক্রমণ প্রতিরোধ |
৩ |
৬ |
কর্ণার |
২ |
৩ |
অফসাইড |
১ |
৪০% |
বল দখল |
৬০% |
৭৮ |
নির্ভূল পাসিং |
৮৬ |
১ (গলোভিন ৮৮) |
হলুদ কার্ড |
১ (তাইসের ৯৪’) |
০ |
লাল কার্ড |
০ |
২২ |
ফাউল |
১০ |
৪-২-৩-১ |
ফরম্যাট |
৪-৩-২-১ |
চেরকোসোভ স্ট্যানিসলাভ |
কোচ |
পিজি জুয়ান অ্যান্টোনিও |
ম্যাচ রেফারি: পিটানা নেস্তোর (আর্জেন্টিনা)
সহযোগী রেফারি ১: মাইডানা হারনান (আর্জেন্টিনা)
সহযোগী রেফারি ২: বেলাটি জুয়ান পাবলো (আর্জেন্টিনা)
চুতুর্থ রেফারি: রিক্কি স্যান্ড্রো (ব্রাজিল)
এসএইচএস/এসএইচ/