দর্শক প্রিয়তা পাচ্ছে বাংলালিংকের ‘আমরা এমনই’ (ভিডিও)
প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
সম্প্রতি ‘আমরা এমনই’ শিরোনামে প্রকাশিত বাংলালিংকের বিজ্ঞাপনটি দর্শকদের মঝে ব্যাপক সাড়া ফেলেছে।অসাধারণ নির্মাণ শৈলী ও অত্যন্ত হৃদয়স্পর্শী আর বাস্তবতা সম্পৃক্ত বিষয়বস্তুর কারণে প্রকাশিত হওয়ার পরপরই দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পর মাত্র দুই দিনে ১০ লক্ষের উপরে ভিউ হয়েছে এবং শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারের উপরে।
এ বিজ্ঞাপনে এদেশের সংস্কৃতি ও জীবনাচরণের সাথে সহমর্মিতা, আতিথেয়তা ও মানুষের আত্মিক বন্ধন কীভাবে মিশে আসে, তারই শিল্পীত রূপ উপস্থাপন করা হয়েছে।
এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এই সময়ের অন্যতম আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। সিলেট ও সিলেটের আশেপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এ বিজ্ঞাপনটি ধারণ করা হয়।
বাংলালিংকের হেড অফ ব্র্যান্ডস মোহাম্মদ কে হক কিংশুক বলেন, বিজ্ঞাপনটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে জানতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মানুষের জন্যে নিঃস্বার্থভাবে বাড়তি কিছু করার প্রবণতা বাংলাদেশীদের সহজাত প্রবৃত্তি। মনের অজান্তেই আমরা মানুষকে আপন করে নেই, সাহায্য আর আপ্যায়নের বেলায় আমরা সবসময়েই একটু বেশিবেশি করে থাকি। দেশের মানুষের এই বেশি দেওয়ার ভালোলাগা আমাদের আলাদা করে পৃথিবীর অন্য সবার থেকে আর আমাদের ভাবতে শেখায় নতুন করে।
তিনি আরো বলেন, শুরু থেকেই বাংলালিংকও সব সময় গ্রাহকদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে বাড়তি কিছু করার জন্য বদ্ধপরিকর। সেই অনুপ্রেরণা থেকে যাত্রা শুরু করে সব সময় সব অফারেই এর প্রতিফলন ঘটেছে বাংলালিংকে। এখানে যেন বেশি দেওয়ার উৎসব চলে প্রতিদিন প্রতিটি অফারেই। বাংলাদেশীদের এই প্রবৃত্তি আর এই আদর্শই আমাদের সব অফারের অনুপ্রেরণা।
কিংশুক বলেন, আমাদের এই প্রাতিষ্ঠানিক আদর্শের সাথে দেশের মানুষের মূল্যবোধের মিলকে উপজীব্য করেই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। শিল্পসম্মতভাবে বিষয়টিকে আমরা উপস্থাপন করতে পেরেছি বলেই বিজ্ঞপনটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে বলে আমাদের বিশ্বাস।
এমএইচ/