ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ঈদের টানা নয় দিন ছুটিতে বাড়ি ফিরছে মানুষ

প্রকাশিত : ০১:০২ পিএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:০২ পিএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার

এবার ঈদে টানা নয় দিন ছুটি হওয়ায় আগেভাগেই বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে এখন শুধুই ঘরমুখো মানুষের ভিড়। তবে, প্রতিবছর ঈদ এলে যেখানে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খায় রেল, বাস ও লঞ্চ কর্তৃপক্ষ, সেখানে ভিন্ন চিত্র এবার। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল ৬টার দৃশ্য। সারি সারি দাঁড়িয়ে থাকা বিভিন্ন অঞ্চলের লঞ্চ হর্ন বাজিয়ে জানান দিচ্ছে ছেড়ে যাওয়ার। দীর্ঘ ছুটি পাওয়ায় স্বস্তিতে ঈদযাত্রার কথা জানালেন যাত্রিরা। আর শিশুদের কাছে ঈদে বাড়ি যাওয়ার আনন্দই অন্য রকম। সড়ক পথে যানজট এড়াতে যাত্রিদের পছন্দ ট্রেন। ছুটি উপভোগ করতে তাই আগেভাগেই ছোটা। এবার অনেকটাই কমেছে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা। একই চিত্র বাস টার্মিনাল গুলোতে। তবে, যানজটে ফিরতি বাসের বিলম্ব হওয়ায়, ছাড়তেও হচ্ছে দেরি করে।