ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

প্রায় তিন দশক পর বিশ্বকাপ মঞ্চে মিশর 

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৩৯ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

প্রায় তিন দশক পর ফুটবল বিশ্বের সবথেকে মর্যাদার লড়াই ফিফা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে মিশর। সঠিক হিসেবে ২৮ বছর পর ফুটবলের এই আসরের টিকিট পেয়েছে তারা। আজ শুক্রবার এবারের রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মিশর।

মিশরের কোটি জনতা আজকের এই ম্যাচের দিকে মুখিয়ে আছে। তবে বিশ্বকাপ আসরের প্রথম দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে দলে নেই দলের প্রধান স্ট্রাইকার মোহাম্মদ সালেহ। তাই দলের অন্যান্য সদস্যদের ওপরেই ভরসা রাখতে হবে কোচ হেক্টর কুপারকে। মোহাম্মদ ত্রিজুকুয়েট এবং রামাদান সভীকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তারাই উরুগুয়ের জন্য ভয়ংকর রূপ ধারণ করতে পারেন।

তবে মিশরের জন্য আজকের ম্যাচ যে কত মতেই সহজ হবে না তা এক প্রকার নিশ্চিত। দলের মূল তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ আছে দলে। আর তাকে সঙ্গ দিতে আছে এডিনসন কাভানি।

দুই বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের ভরসা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স।  ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ছিল তারা। এছাড়াও গেল বার ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা হয়েছিল উরুগুয়ের।

তবে দুই দলের ‘দ্বৈরথের’ পর কে শেষ হাসি হাসবেন তা জানা যাবে নির্ধারিত ৯০ মিনিটের পর।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ইকাটেরিনবার্গ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।   

এসি