ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

তাহসানের ‘শেষ দিন’ 

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৪৯ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

এবারের ঈদে সংগীতশিল্পী তাহসান খানের ‘শেষ দিন’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশিত হয়েছে। সম্প্রতি জিপি মিউজিকে এ গানটি প্রকাশিত হয়। গানটি নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে।  

দ্বৈত এ গানটিতে তাহসানের সঙ্গে আছেন টিনা। গীতিকবি জুলফিকার রাসেলের লেখা এমন কথায় সুর করেছেন সাজিদ সরকার ও তাহসান নিজে। এর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। 

গান সম্পর্কে তাহসান বলেন, গানের কথা অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি; তাই এ বিষয়ে কথা বলব না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো। বাকিটা শ্রোতারা বলবেন। আশা করি, আমরা হতাশ হব না।

শিগগিরই আসছে গানটির ভিডিও। এটি নির্মাণ করেছেন রাজু রাজ। সিডি চয়েসের ব্যানারে নির্মিত এ গানটির ভিডিও দ্রুতই ইউটিউবে অবমুক্ত হবে।

গানের কয়েকটি কলি হচ্ছে-‘মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষ দিন’। 

এমএইচ/এসি