ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সৌদি নারীরা এখনো যে ৫ টি কাজ করতে পারে না  

প্রকাশিত : ০৮:০০ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৫৭ পিএম, ১৬ জুন ২০১৮ শনিবার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কারের আওতায় সৌদি আরবের নারীরা বর্তমানে হলে গিয়ে সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা এবং গাড়ি চালাতে পারেন। কিন্তু এখনো তারা ৫ টি কাজ করতে পারেন না। নিম্নে আলোচনা করা হলো।

১) ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে না পারা   

একজন নারী হয়তো গাড়ি চালাতে পারবেন কিন্তু সেটি কিনতে পারবেন না। পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একজন নারী এখনো তার নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন না। সৌদি আরবে অভিভাবকত্ব সংক্রান্ত যে ব্যবস্থা আছে তার কারণেই সেটা করা সম্ভব নয়। এর অর্থ হলো প্রত্যেক নারীর একজন করে পুরুষ অভিভাবক আছেন যিনি তার পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। 

২) পাসপোর্ট নিতে পারেন না/বিদেশে যেতে পারেন না

গাড়ি চালিয়ে হয়তো বিমান বন্দর পর্যন্ত যেতে পারবেন কিন্তু কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ওই নারী বিমানে উঠতে পারবেন না।

৩) বিয়ে করতে কিংবা তালাক দিতে পারেন না 

কাউকে বিয়ে করতে চাইলে পুরুষ অভিভাবকের কাছ থেকে অনুমতি নিতে হবে। ওই নারীর পাঁচ বছর বয়সী একজন ছোট ভাইও কিন্তু তার অভিভাবক হতে পারেন। ওই বিয়ে যদি ঠিকমতো চলতে না থাকে তখন কি হবে? বিবাহবিচ্ছেদ বা তালাকের জন্যেও ওই নারীকে তার স্বামীর অনুমতি নিতে হবে।

৪) কোনো পুরুষ বন্ধুর সাথে বসে কফি খেতে পারেন না

ম্যাকডোনাল্ডস বা স্টারবাক্স যেকোনো রেস্টুরেন্টেই পরিবার এবং পুরুষদেরকে আলাদা আলাদা জায়গায় বসতে হবে। এ জন্য সকল নারীকে বসতে হবে পরিবারের জন্যে নির্ধারিত এলাকায়। যদি সেরকম না হয় তাহলে ওই নারীকে গ্রেফতারও করা হতে পারে।

৫) যা চাইবেন সেটাই পরতে পারেন না

কোন নারী যখন জনসমক্ষে আসবেন তখন তার মুখ ঢাকতে হবে না। কিন্তু তার শরীর আপাদমস্তক ঢেকে রাখতে হবে। কোনো নারী যদি সমুদ্রে সৈকতে বেড়াতে যান সেখানে বিকিনি পরার কোন সুযোগ নেই।

তবে একটা জিনিস বলে রাখা ভালো, সৌদি আরবে কোনো কোনো নারী হয়তো এখনো এ কাজগুলো করছেন। আর কোনো নারী যদি বিদেশি হন কিংবা খুব বেশি ধনী হন তাহলে তার পক্ষে এসব আইন ভঙ্গ করা সহজ।

সূত্র: বিবিসি বাংলা 

এমএইচ/এসি