ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৫১ পিএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এ’ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এ’সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জাতির মানস গঠনে অতীতের মতোই ভূমিকা পালন করে যাবে এই শিক্ষাঙ্গন। শুধু জাতিকে শিক্ষিত করাই নয়, ভাষা আন্দোলন, স্বাধিকার আর স্বাধীনতার যুদ্ধ- বাঙালীর সব অর্জনেই ঢাকা বিশ্ববিদ্যালয় রেখেছে অগ্রণী ভূমিকা। ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই জনপদের মানুষকে শিক্ষিত করার ব্রত নিয়ে এগিয়ে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষার দাবি, স্বাধীনতা আর স্বৈরাচার বিরোধী আন্দোলন- সময়ের প্রয়োজনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাঁড়িয়েছে গণমানুষের পাশে। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয় পা রেখেছে ৯৬ বছরে। ক্যাম্পাসে নানা আয়োজনে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। এ’সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আর ভবিষ্যত পথচলা নিয়ে কথা বলেন উপাচার্য। সোনালী অতীতকে পাথেয় করে জাতির উজ্জ্বল ভবিষ্যত বির্নিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথচলা হোক নিরন্তর।